বাইক দুর্ঘটনায় হাইলাকান্দিতে নিহত বি এসএফ জওয়ান
হাইলাকান্দির লক্ষীরবন্দ বাইপাসে রবিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক বি এস এফ – জওয়ান। নিহত বি এস এফ জওয়ানের নাম অভিনাশ লক্ষীরাই।। জানা গেছে,কলকাতা থেকে বাড়িতে ছুটিতে এসে দুর্ঘটনার শিকার হন তিনি।।
বি এস এফ জওয়ান অভিনাশ লক্ষীরাই (২৬) ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন । তিনি পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের ডাউকীর বাসিন্দা । রবিবার তিনি হাইলাকান্দি হয়ে করিমগঞ্জের দুর্লভছড়াতে তার জেঠুর বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন ।
এদিন বিকেলবেলা হাইলাকান্দির লক্ষীরবন্দের ১৫৪ নং জাতীয় সড়কের বাইপাসে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে । এতে গুরুতর জখম হয়ে বাইক থেকে ছিটকে পড়েন তিনি । পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে । হাইলাকান্দির ট্রাফিক পুলিশের ইনচার্জ সঞ্জয় দে আহত জওয়ানকে দ্রুত হাইলাকান্দির এস কে রায় হাসপাতালে ভর্তি করান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন । এরপর পুলিশ মৃত জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার মৃত্যুর খবর জানায় । জেঠুর বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনায় জওয়ানের মৃত্যুতে হাইলাকান্দিতে শোকের ছায়া নেমে এসেছে ।
Comments are closed.