Also read in

শিলচর- তিরুবনন্তপুরম এক্সপ্রেস মঙ্গলবার যথা সময়ে ছাড়বে

প্রত্যেক দিনের মতো যাত্রীরা ট্রেন ধরতে ছুটছিলেন নিজেদের মতো করে। তারাপুরের শিলচর রেলওয়ে স্টেশন সকাল বেলা ছিল ব্যস্ততায় ভরা। সকাল ৮ টায় স্টেশনটি শিলচর- আগরতলা ট্রেনের যাত্রীদের ভিড়ে সরগরম। হঠাৎ করেই যাত্রীদের চোখে পড়ল ৪ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা শিলচর তিরুবনন্তপুরম এক্সপ্রেস থেকে আগুনের ধোঁয়া বেরিয়ে আসতে। সঙ্গে সঙ্গে হুলুস্থুল পড়ে গেল। সকাল ন’টা নাগাদ শিলচর অগ্নিনির্বাপক বাহিনী এবং এসডিআরএফ কর্মকর্তারা আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ততক্ষনে তিনটি বগি জ্বলে ভষ্মিভূত হয়ে যায়।

” শিলচর-তিরুবনন্তপুরম এক্সপ্রেসে আজ বিরাট অগ্নিকান্ডে তিনটি বগি ভস্মীভূত হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের সূত্র কোথায় কিংবা সত্যিকার অর্থে কি ঘটেছিল তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্তের পরই এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া সম্ভব”, জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে, গুয়াহাটির নৃপেন্দ্র ভট্টাচার্য।

তিনি উল্লেখ করেন যে এই অস্বাভাবিক পরিস্থিতি শিলচর রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা ভালো ভাবে সামলাতে পেরেছেন বলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি‌। “ওই সময় শিলচর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেন ছাড়ার সময় বলে স্টেশনে খুব ভিড় ছিল। তাই আমরা অতিসত্বর প্যাসেঞ্জার ট্রেনটি দুই নম্বর প্ল্যাটফর্মে স্থানান্তরিত করি যাতে করে অগ্নিদগ্ধ ট্রেন থেকে প্যাসেঞ্জারদের দূরত্ব বজায় থাকে,” তিনি যোগ করেন।

নৃপেন্দ্র ভট্টাচার্য আরো জানালেন যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জ্বলন্ত তিনটি বগি পাল্টে দেবে এবং ট্রেনটি মঙ্গলবার যথাসময়ে অর্থাৎ পূর্ব নির্ধারিত সময়ে শিলচর থেকে যাত্রা করবে।

Comments are closed.