Also read in

বিহারের কিষনগঞ্জ থেকে ফিরছে পয়লাপুল জেএনভি-র ১৪ জন পড়ুয়া

পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয়ের ১৪ জন ছাত্র বিহারের কিষনগঞ্জে একটি শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আটকা পড়েছিলেন। আন্তঃ রাজ্য পরিবহন শুরু হওয়ার পর তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে প্রশাসন। একটি সরকারি গাড়ি ১৪ জন পড়ুয়াকে নিয়ে ইতিমধ্যেই রওয়ানা দিয়েছে এবং আগামীকাল হয়তো শিলচার এসে পৌঁছবে। রামনগরের আইএসবিটিতে পৌঁছামাত্র তাদের প্রত্যেকের সোয়াব টেস্ট করানো হবে এবং পাশাপাশি তাদের সরকারি কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

শনিবার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পড়ুয়ারা লকডাউনের আগেই সেখানে আটকা পড়েছিল। প্রায় দেড় মাস তাদের থাকা-খাওয়া এবং স্বাস্থ্যের খেয়াল স্থানীয় জওহর নবোদয় বিদ্যালয়ের পক্ষ থেকে করা হয়েছে। আন্তঃরাজ্য পরিবহন শুরু হওয়ার পর তারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। এদিকে পয়লাপুলের জওহর নবোদয় বিদ্যালয়ের পক্ষ থেকেও একইভাবে পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য আবেদন করা হয়েছিল। এবার একটি সরকারি বাসে খুব সাবধানতার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

আজমির থেকে করোনা আক্রান্তদের নিয়ে একটি বাস জেলায় প্রবেশ করার পর পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বাইরে থেকে আসা যাত্রীদের ব্যাপারে আতঙ্ক দেখা দিয়েছে। তবে যারা দেশের বিভিন্ন রাজ্যে আটকা পড়েছেন তাদের ফিরিয়ে আনতে হবে, তাই নিয়ম গুলো একটু কঠিন করেও প্রক্রিয়া চালু রাখা হয়েছে। বুধবার থেকে এখন পর্যন্ত প্রায় কুড়ি জন লোক কাছাড়ে ফিরেছেন। গুজরাট, মধ্যপ্রদেশ, ভেলোর ইত্যাদি রাজ্য থেকে ফিরেছেন অনেকেই।

আগামীতেও এই প্রক্রিয়া চালু থাকবে এবং ধীরে ধীরে বাইরের রাজ্যে আটকে থাকা মানুষদের ফিরিয়ে আনা হবে।

Comments are closed.

error: Content is protected !!