Also read in

যারা বিনা দোষে দেশভাগের বলি তাদের সুরক্ষা দিতে চায় না কংগ্রেস:হিমন্ত বিশ্ব শর্মা

“বিজেপি বিশ্বাস করে ভারত হিন্দুর দেশ, এদেশের হিন্দুরা সুরক্ষিত থাকবে, হিন্দু মায়ের আব্রু সুরক্ষিত থাকবে, এটাই ভারতের স্বাভিমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজত্বে আমরা এই সুরক্ষা পাচ্ছি এবং আগামীতেও পাবো। কংগ্রেস দল জিন্নার বংশধরদের ভারতে সুরক্ষা দিতে চায় অথচ যারা এদেশের আসল মালিক, যারা বিনা দোষে দেশভাগের বলি হয়েছিলেন তাদের সুরক্ষা দিতে চায় না।” শুক্রবার বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন নেডার আহ্বায়ক এবং মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আগামী লোকসভা নির্বাচনে মোদী আবার প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন।সঙ্গে বরাক উপত্যকার দুটি লোকসভা আসনে বিজেপি প্রার্থীরা বিজয়ী হবেন বলে উল্লেখ করেন।

শুক্রবার রামনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় অংশ নিতে গিয়ে নাগরিকত্ব, রাফাল ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কড়া ভাষায় কংগ্রেস দলের সমালোচনা করেন হিমন্ত বিশ্বশর্মা। জোর গলায় তিনি বলেন, “কংগ্রেস রাফাল নিয়ে এত কথা বলছে কারণ তারা জানে ভারতীয় সেনার কাছে ‘রাফেল’ এর মতো শক্তিশালী বিমান চলে এলে পাকিস্তানের ক্ষতি। সেই পাকিস্থানের হয়ে ওরা ‘রাফেল’ এর বিরোধিতা করছে। একই ধারায় তারা ভারতে হিন্দু নাগরিকত্বের বিরোধিতা করে। কংগ্রেস বিনা দোষে লক্ষ লক্ষ হিন্দুকে দেশ ছাড়া করেছে। দেশকে টুকরো টুকরো করে দিয়েছে। তারপর যারা সর্বস্ব হারিয়ে দেশে আশ্রয় নিলেন, তাদের নাগরিকত্ব নিয়ে এত বছর ধরে ছিনিমিনি খেলে এসেছে।” হিমন্ত বিশ্বশর্মা মনে করেন এবার একজন দক্ষ প্রধানমন্ত্রী দেশে হিন্দুর সম্মান রক্ষার জন্য রুখে দাঁড়িয়েছেন এবং এখন কংগ্রেস দলের আসল রূপ সামনে বেড়িয়ে এসেছে। তিনি তার বক্তব্যে এও বলেন, “তারা বারবার হিন্দু নাগরিকত্বের বিরোধিতা করে। তবে তারা জানে না মোদিজির মতো একজন লোক যদি কিছু করতে চান তবে সেটা করে দেখাবেনই।”

হিমন্তের মতে, হিন্দু নাগরিকত্ব বিলের মাধ্যমে হিন্দুরা আবার স্ব-মহিমায় ফিরে আসবেন। তিনি বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে আরও বলেন, “অসমে এত বছর ধরে বিভিন্ন গোষ্ঠীতে দূরত্ব দেখে এসছি। কংগ্রেস দলের নীতিই এটা, তারা বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার নাম করে মানুষকে আলাদা করে রেখেছিল। এবার সেই দূরত্ব কমে এসেছে, এবার এক অভিন্ন রাজ্য অসম। মোদীজির নেতৃত্বে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বরাক উপত্যকায় ব্রডগেজ এসেছে, রাজধানীর মতো ট্রেন এসেছে।” তিনি বিশ্বাসের সঙ্গে তাঁর বক্তব্যে যোগ করেন, “সেই দিনটি বেশি দূর নয়, যখন আমরা দেশের পাঁচটি সব থেকে উন্নত রাজ্যের মধ্যে একটি হব। এসব সম্ভব হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে”। “ভারতে কেউ অসুরক্ষিত নয়, তবে এটি হিন্দুর দেশ, আমরা স্বাভিমান নিয়ে ভারতে বাঁচতে চাই” বলে উল্লেখ করলেন হিমন্ত বিশ্ব শর্মা।

Comments are closed.