Also read in

আন্দোলনে উত্তাল অসম, ইন্টারনেট পরিষেবা বন্ধ দশ জেলায়, গুয়াহাটিতে সান্ধ্য আইন জারি

একদিকে চলছে লাঠি, কাঁদানে গ্যাস, আবার এর মধ্যেই জ্বলছে বাস , স্তব্ধ অসমের বিভিন্ন অংশ। নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আন্দোলনে ক্ষণে ক্ষণে আগুন জ্বলছে আসামের বিভিন্ন জেলায়।

সন্ধ্যা ৬-১৫ মিনিট থেকে অনির্দিষ্টকালের জন্য গুয়াহাটি মহানগরীতে কার্ফু ঘোষণা করা হয়েছে ।

 

২৪ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্টারনেট পরিষেবা রাজ্যের দশটি জেলায় । আজ সন্ধ্যে সাতটা থেকে আগামীকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘোষিত জেলাগুলিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। যে সকল জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ হচ্ছে সেগুলো হলো কামরূপ (গ্রাম্য) এবং কামরুপ (মেট্রো), লক্ষিমপুর, ধেমাজি, তিনসুকিয়া ডিব্রুগড় চারাইদেও, শিবসাগর যোরহাট এবং গোলাঘাট জেলায়।

১৬ ডিসেম্বর থেকে স্থগিত রাখা হয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা।

ইতিমধ্যেই গুয়াহাটি  থেকে রাজ্য এবং দেশের বিভিন্ন স্থানে গন্তব্য থাকা বিভিন্ন রেল পরিষেবা ও বাতিল ঘোষণা করা হয়েছে।

 

Comments are closed.

error: Content is protected !!