
ওয়ার্ড কমিশনার হতে হলে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে-সন্তান বড়জোর দুটি, এমনি কিছু সিদ্ধান্ত নিল রাজ্য
রাজ্য কেবিনেটের বৈঠকে আজ প্রায় ২৬ টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসাম স্টেট ইন্ডাষ্ট্রিয়াল পলিসি ২০১৯ তে কেবিনেট অনুমতি জানিয়েছে। এই পলিসির অন্তর্গত যারা ব্যবসা করবেন তাদেরকে সুদের ক্ষেত্রে টু পার্সেন্ট সাবসিডি দেওয়া হবে।তাছাড়া লার্জ স্কেল, মিডিয়াম স্কেল ও স্মল স্কেল ইন্ডাস্ট্রিগুলোতে দু টাকা করে ইউনিট প্রতি পাওয়ার সাবসিডি দেওয়া হবে।
এদিকে ইউপিএসসি’র মত করে এপিএসসি’র আইন সংশোধন করা হবে বলে জানা যায়।অন্যদিকে জনসম্পদ বিভাগে থ্রী এফ পদ্ধতিতে ৮০ জন এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ও ৭০ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিযুক্তর ক্ষেত্রে অনুমোদন জানানো হয়েছে।
কেবিনেট বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চায়েত সভাপতি, সদস্য ও জেলা পরিষদ সদস্যের বেতন বৃদ্ধি পেয়েছে। নগর সমিতির নির্বাচনে পরিবার পরিকল্পনাকে বাধ্যতামূলক করা হয়েছে। ‘ওয়ার্ড কমিশনার’ প্রার্থীর দুটির বেশি সন্তান থাকতে পারবে না। তাছাড়া প্রার্থীকে উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তবে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি প্রার্থীকে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বাড়িতে শৌচাগার অবশ্যই থাকতে হবে।
জানা যায়,গোলাঘাটে ‘আগর’র আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে তোলা হবে । তাছাড়া চা বাগানের পরিবারবর্গ মাসে ২ কিলো করে চিনি পাবে বলে জানানো হয়।
গৃহ ঋণের ক্ষেত্রে একজন ২ লক্ষ ৫০ হাজার পর্যন্ত সরকারি সাহায্য পাবে। ‘আপন ঘর’ প্রকল্পের অধীনে এই সুবিধা প্রদান করা হবে।
কেবিনেটের বৈঠকে অসমিয়া চলচ্চিত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেবিনেট নতুন চলচ্চিত্র নীতিতে অনুমোদন জানিয়েছে। এই নীতি অনুযায়ী নির্মাণ ব্যয়ের ২৫% সাবসিডি পাওয়া যাবে। রাষ্ট্রীয় পুরস্কার পেলে প্রযোজক সরকারি সাহায্য হিসেবে সম্পূর্ণ নির্মাণ ব্যয় লাভ করবেন।
Comments are closed.