মহালয়া ও বিশ্বকর্মা পূজায় ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা, জারি হল নানা বিধিনিষেধ
কাছাড় প্রশাসন মঙ্গলবার আসন্ন মহালয়া উদযাপন উপলক্ষে গাইডলাইন জারি করেছে। শিলচর জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আসন্ন ১৭ সেপ্টেম্বর মহালয়ায় ভিড়ের সম্ভাবনায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে। প্রয়োজনীয় সর্তকতা এবং প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাবধানতা অবলম্বন করা জরুরি। এই অবস্থায় মহালয়া এবং বিশ্বকর্মা পুজো উপলক্ষে জেলা প্রশাসন বিধি-নিষেধ জারি করল।
মহালয়ার সকালে রাস্তায় এক সঙ্গে তিন জনের বেশি লোকের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কোন জায়গায় জনসমাগম কিংবা জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্বকর্মা পুজো ও মহালয়ায় মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।
পুরনো ও নতুন সদরঘাট সেতুতে ১৬ সেপ্টেম্বর রাত ন’টা থেকে ১৭ সেপ্টেম্বর সকাল ছয়টা পর্যন্ত জনগণের ঘুরে বেড়ানো নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। অবাঞ্ছিত জনসমাগমের জন্য এই সেতুগুলোতে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হচ্ছে।
বিশ্বকর্মা পূজাও সব চেয়ে বেশি ১৫ জন ব্যক্তি এক সঙ্গে উদযাপন করতে পারবেন এবং কোন স্থানে ভিড় জমতে দেওয়া হবে না।
পুজো গুলোতে প্যাকেটের মাধ্যমে শুকনো প্রসাদ বিতরণ করতে হবে। কোন পুজো কমিটি ভেজা প্রসাদ কিংবা খাবার বিতরণ করতে পারবে না।
পূজামণ্ডপে সাজসজ্জা কিংবা আলোকসজ্জা করা যাবে না। রাস্তার পাশে স্টলগুলো দেওয়ারও অনুমতি নেই। তবে কোভিড ১৯ প্রটোকল মেনে নদীর তীরে মহালয়ার সকালে পিতৃতর্পনের অনুমতি দেওয়া হয়েছে।
এই আদেশগুলো লংঘন করা হলে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানানো হয়।আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। ম্যানেজমেন্ট অথরিটি কাছাড়ের পুলিশ সুপারকে সদরঘাটে অবস্থিত পুরনো ও নতুন সেতুর প্রবেশ ও প্রস্থান পথে পুলিশ বেরিক্যাড মোতায়েন করার অনুরোধ জানিয়েছে।
Comments are closed.