কাছাড় জেলায় আসা ব্যক্তিদের প্রয়োজনে কোয়ারেন্টাইন করার জন্য শিলচরে ১৫টি ভবন সাময়িক অধিগ্রহণ
নোবেল করোনাভাইরাস কোভিভ ১৯ সংক্রমণ মোকাবিলায় জেলার স্বাস্থ্য বিভাগ বিভিন্ন বিভাগের সহযোগিতায় আন্তঃজেলা তথা আন্তঃ রাজ্য ভ্রমণকারী ব্যক্তিদের জেলায় প্রবেশের সময় স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন এবং প্রয়োজন অনুযায়ী কোয়ারেন্টাইন করার পদক্ষেপ গ্রহণ করছেন। এই পদ্ধতিতে অনেক বেশি সংখ্যক লোককে কোয়ারেন্টাইন করার প্রয়োজনের কথা মাথায় রেখে জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি শিলচরের ১৫টি ভবনকে সাময়িক অধিগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তৎক্ষনাৎ বলবৎ হওয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এর ৩৪ নম্বর ধারার (এ) (জে) উপধারা অনুযায়ী এই ভবনগুলোকে অনির্দিষ্টকালের জন্য অধিগ্রহণ করা হয়েছে।
ভবন গুলো হচ্ছে, ১) জান্নাত বিবাহ ভবন, শিলচর ২) সুহানা বিবাহ ভবন, শিলচর, ৩) ওয়ালিমা বিবাহ ভবন, শিলচর, ৪) মেহেন্দি বিবাহ ভবন, শিলচর ৫) মা দুর্গা বিবাহ ভবন, শিলচর, ৬) কুঞ্জলতা বিবাহ ভবন, শিলচর, ৭) মা লক্ষ্মী বিবাহ ভবন, শিলচর, ৮) তাজ ব্লু ডায়মন্ড ভবন, শিলচর ৯) লক্ষীনারায়ন বিবাহ বাসর-১, শিলচর, ১০) লক্ষীনারায়ন বিবাহ বাসর-২, শিলচর ১১) হাসিখুশি ভবন, সার্কিট হাউস রোড, শিলচর ১২) গ্র্যান্ড হায়াত ব্যাংকুয়েট হল, শিলচর, ১৩) উৎসব ব্যাঙ্কুয়েট হল, রংপুর, শিলচর, ১৪) সেলিব্রেশন ব্যাঙ্কুয়েট হল, শিলচর, ১৫) আশীর্বাদ বিবাহ ভবন, শিলচর ।
সংশ্লিষ্ট ভবন মালিকদেরকে শিলচর সদর রেভিনিউ সার্কেলের সার্কেল অফিসারের কাছে তৎক্ষণাৎ এই ভবনগুলো হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.