Also read in

মিলল পার্টির গ্রীন সিগনাল, সভাপতি পদপ্রার্থী দিপায়ন, সচিব বিজেন্দ্র, তবে চূড়ান্ত হলো না প্যানেল

সব জল্পনার অবসান। শিলচর জেলা ক্রীড়া সংস্থার আসন্ন বি জি এমে শাসক গোষ্ঠীর সভাপতি প্রার্থী হচ্ছেন বিধায়ক দিপায়ন চক্রবর্তী। সচিব পদপ্রার্থী বিজেন্দ্রপ্রসাদ সিং। আজ ভারতীয় জনতা পার্টির এক বৈঠকে সর্বসম্মতিক্রমে দিপায়ন ও বিজেন্দ্র জুটিতে সিলমোহর পড়েছে। পার্টির সিনিয়র কর্মকর্তাদের উপস্থিতিতেই শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে শিলচরের বিধায়ককে। তবে শাসকগোষ্ঠীর প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। দু তিনটি জায়গায় এখনো ঝামেলা রয়ে গেছে ‌‌। তবে সূত্রমতে জানা গেছে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্যানেল ও চূড়ান্ত হয়ে যাবে।

বিজেন্দ্রকে সামনে রেখেই এগোচ্ছিল শাসকগোষ্ঠী। বর্তমান সচিবই যে ফের একবার শাসকলবির সচিব পথপ্রার্থী হচ্ছেন সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধু পার্টির সীলমোহরের। আজ সেটাও হয়ে গেছে। প্রায় দেড় ঘন্টার বৈঠকে পার্টির সিনিয়রদের উপস্থিতিতেই সভাপতি ও সচিব পদের জন্য নাম চূড়ান্ত হয়েছে।

শাসক লবির প্যানেলে প্রধান সমস্যা ছিল সভাপতির পদ নিয়ে। তবে সভাপতি পদের জন্য যে শিলচরের বিধায়কই এগিয়ে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। দুদিন আগেই এনিয়ে বরাক বুলেটিনে এক রিপোর্ট করা হয়েছিল। সেই খবরই সত্য প্রমাণিত হল। এর অর্থ হচ্ছে ফের একবার ২০১৯ সালের প্রেক্ষাপট তৈরি হয়ে গেল। ‌ বাবুল হোড় বনাম দিপায়ন চক্রবর্তী। বর্তমান সভাপতি বাবল হোড় গত ৮-১০ দিন থেকে জোড় প্রচার চালাচ্ছেন। জানা গেছে বুধবার শাসক লবির সভাপতির পদপ্রার্থী হিসেবে শিলচরের বিধায়কের নামে সিলমোহর পড়েতেই আরো জোর কদমে প্রচার শুরু করেছেন বাবুল হোড়। সন্ধ্যার পর তিনি দুটি বড় ক্লাবে বিরোধী শিবির নিয়ে একাধিক বৈঠক ও করেছেন। সব মিলিয়ে জমে উঠেছে খেলা।

Comments are closed.

error: Content is protected !!