Also read in

বিশিষ্ট পরিবেশবিদ এবং কাছাড় কলেজের রসায়ন বিভাগের প্রধান ডঃ পাওলেন সিংহ প্রয়াত

কাছাড় কলেজের রসায়ন বিভাগের এইচওডি এবং বিশিষ্ট পরিবেশবিদ ডক্টর পাওলেন সিংহ আচমকাই না ফেরার দেশে পাড়ি দিলেন । বুধবার বিকেল তিনটে পর্যন্ত তিনি যথারীতি কলেজে কাজ করেছেন, তখন পর্যন্ত তার শরীরে স্বাস্থ্যজনিত কোনো অস্বাভাবিকতা টের পাননি। নতুনপট্টিস্থিত বাড়িতে ফেরার পর আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়, তাকে দ্রুত মেডিল্যাণ্ড নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি বিকেল পাঁচটা নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মাত্র ৫৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যুতে সমগ্র উপত্যকায় শোকের ছায়া নেমে এসেছে। আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ পার্থঙ্কর চৌধুরী শোক ব্যক্ত করে বলেন, “ডঃ সিংহ বরাক বেসিনে এশিয়াটিক ডলফিন সংরক্ষণে এক বিশেষ ভূমিকা পালন করেছিলেন । তিনি বরাক নদীর বিভিন্ন স্থানে গিয়ে ডলফিন আবিষ্কার এবং তাদের রক্ষা করার প্রয়াস চালিয়ে ছিলেন। এমনকি মনিপুর থেকে বাংলাদেশ সীমানা পর্যন্ত তার গতিবিধি ছিল। শিক্ষকতা ছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে বিশেষ করে পরিবেশ এবং ডলফিনের সুরক্ষা নিয়ে কলম ধরেছিলেন। এই বিষয়ে তার দক্ষতা এবং জ্ঞান আমাদেরকে অবাক করে দেয়।”

হাইলাকান্দি জেলার লালা এলাকার বাসিন্দা পাওলেন সিংহ মৃত্যুকালে রেখে গিয়েছেন পত্নী কল্পনা সিংহ পুত্র সায়ন এবং কন্যার প্রেরণা সহ অসংখ্য গুণমুগ্ধদের।

Comments are closed.