কাছাড় জেলায় আজ এখন পর্যন্ত কোভিড পজিটিভ ২৭৭, এর মধ্যে শিক্ষক ৬৩ জন; ২৪ ঘন্টায় মৃত চারজন
জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, কাছাড় জেলায় আজ সন্ধ্যা ৬-৩০ পর্যন্ত ২৭৭ জন ব্যক্তির দেহে কোভিড সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়বে কারণ আরো প্রায় ৩০০০ পরীক্ষার ফলাফল আসতে বাকি রয়েছে। “প্রশাসনের তরফ থেকে পাঁচ হাজারেরও বেশি রেপিড টেস্ট করা হয়েছে তার মধ্যে ২৬৫ জন পজিটিভ। বাকি ১২ জন আরটি-পিসিআর এ পজিটিভ এসেছেন। “. জানালেন জেলা স্বাস্থ্য বিভাগের প্রবক্তা ।
তিনি আরো জানান, জেলার বিভিন্ন স্কুলে আজ রেপিড টেস্ট করা হয়েছে এর মধ্যে ৬৩ জন কোভিড পজিটিভ হয়েছেন। “আমরা লক্ষ্য করেছি স্থানে স্থানে ব্যক্তিগণ করোনা সংক্রমনের লক্ষণ থাকা সত্ত্বেও অবস্থা জটিল না হওয়া পর্যন্ত পরীক্ষা করাচ্ছেন না। জনগণকে স্বেচ্ছায় পরীক্ষা করানো এবং নিজেকে প্রয়োজনে আইসোলেশনে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। ” বলেন জেলা স্বাস্থ্য দপ্তরের মিডিয়া উপদেষ্টা সুমন চৌধুরী।
তিনি আরো জানান, শিলচরে করোণা সংক্রমণে নিউমোনিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। “রোগী এমন একটা অবস্থায় হাসপাতালে আসছেন, যখন বিশেষ কিছু করার থাকছে না। প্রাথমিক অবস্থায় পরীক্ষা করালে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে” জানালেন চৌধুরী।
শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত জানালেন যে বিগত ২৪ ঘণ্টায় চার জন ব্যক্তি কোভিড সংক্রমণে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দুজন আইসিইউ তে ছিলেন এবং অপর দুজন ছিলেন কোভিড ওয়ার্ডে।
তিনি আরো জানান শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আরও ছয়জন ব্যক্তি সংকটজনক অবস্থায় ভর্তি হয়েছেন। কোভিড ওয়ার্ডের ১৫২ জন রোগী ভর্তি করা হয়েছে যার মধ্যে ১২ জন আইসিইউতে এবং একজন ভেন্টিলেশনে রয়েছেন।
Comments are closed.