
ফেসবুকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জেরে বরখাস্ত হলেন ডিসি অফিসের কর্মী রজত ভট্টাচার্য্য
করোনা সংক্রমণ নিয়ে উত্তেজনাকর সাম্প্রদায়িক মন্তব্যের জেরে বরখাস্ত হলেন জেলা উপায়ুক্ত অফিসের কর্মচারি।
কাছাড়ের জেলা উপায়ুক্ত অফিসের কর্মচারি রজত ভট্টাচার্য গতকাল রাতে এক ফেসবুক পোস্টে করোনা সংক্রমণ নিয়ে সাম্প্রদায়িক বক্তব্য রাখেন। যা অনেকেরই দৃষ্টি গোচর হয় এবং ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে জেলা উপায়ুক্তকে ট্যাগ করে ফেসবুকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বিভিন্ন ব্যক্তি। তাছাড়া মনজুর আহমেদ নামের এক ব্যক্তি গতকাল রাতে শিলচর সদর থানায় এ ব্যাপারে একটি এজাহার দায়ের করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা এক কঠোর অবস্থান গ্রহণ করেন । নিজের দপ্তরের ল্যান্ড অ্যাকুইজিশন বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রজত ভট্টাচার্যের নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে অত্যন্ত স্পর্শকাতর পোস্ট করার বিষয়টি দায়িত্বজ্ঞানহীন এবং সরকারি নীতি বিরুদ্ধ বলে উল্লেখ করেন। তার মতে, একজন সরকারি কর্মচারির এ ধরনের কার্যকলাপ মোটেই শোভনীয় নয়।
সেই সঙ্গে এর পরিপ্রেক্ষিতে আসাম সার্ভিস (ডিসিপ্লিন অ্যান্ড এপিল) রোল,১৯৬৪ এর ৬ নং ধারার ২ নং উপ ধারায় রজত ভট্টাচার্যকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
Comments are closed.