কাছাড়ের স্কুল গুলোর মান বাড়াতে নির্দেশ জেলা উপায়ুক্তের
কাছাড় জেলায় স্কুলের মান তথা বাতাবরণ আরো উন্নত করতে কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার, স্কুল সমূহের পরিদর্শক, ডেপুটি ইনস্পেক্টর অফ স্কুলস সহ শিক্ষকদেরকে কাছাড়ের উপায়ুক্ত এই নির্দেশ দেন l
এ উপলক্ষে আয়োজিত এই পর্যালোচনা সভায় শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপায়ুক্ত রণদীপ দাম , দেবাজ্যতি গোগোই সহ বিভিন্ন আধিকারিকগন জেলাটির বিভিন্ন ব্লকসমূহে থাকা স্কুল গুলিতে শৈক্ষিক পরিবেশ সম্পর্কে জেলা উপায়ুক্তকে অবগত করান ।এই পর্যালোচনা সভায় উপায়ুক্ত স্কুল সমূহের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে ব্লগ এলিমেন্টারি এডুকেশন অফিসারগন সার্বিক ব্যবস্থা সম্পর্কে তাকে অবগত করান l
উপায়ুক্ত জেলাটির বিভিন্ন স্কুলসমূহে থাকা পানীয় জলের ব্যবস্থা, টয়লেট সহ অন্যান্য ব্যবস্থা সম্পর্কে অবগত হন এবং বিভিন্ন বিইইও দের কার্যাবলী সম্পর্কে অসন্তোষ ব্যক্ত করে বলেন যে সংশ্লিষ্ট আধিকারিকদের সপ্তাহে অন্তত একবার করে স্কুলগুলিতে গিয়ে স্কুলের অবস্থা সম্পর্কে অবগত হতে হবে এবং এর প্রতিবেদন ও সিনারিও নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে l তিনি জেলাটির সার্বিক দিক দিয়ে শিক্ষার মান তথা পরিবেশ যথেষ্ট ভাবে প্রভাবিত হচ্ছে বলে মত প্রকাশ করেন l
তবে কিছু স্কুলের শিক্ষকগণ জানান যে এনআরসি সম্পর্কিত কাজে তাদেরকে নিযুক্ত করে দেবার ফলে তাদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে l
Comments are closed.