Also read in

কোয়ারান্টাইনে থাকা চারজন কোভিড পজিটিভ : শিলচর কেন্দ্রীয় বিদ্যালয় কনটেইনমেন্ট জোন ঘোষিত

শিলচর দূরদর্শন স্টুডিও সংলগ্ন চাঁদমারি এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে গত রোববার কোয়ারান্টাইনে থাকা চারজন ব্যক্তির শরীরে কোভিড-১৯ সংক্রমণের প্রমাণ পাওয়ার পর কেন্দ্রীয় বিদ্যালয়কে কনটেইনমেন্ট জোন ঘোষণা করল কাছাড় জেলা প্রশাসন।

কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট কীর্তি জাল্লি স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়েছে যে, কাজল হোসেন লস্কর (২৫) ভাগাবাজার, কাছাড় আসাম; মকবুল হোসেন (২১), সোনাই, কাছাড়, আসাম; আব্দুল মান্নান চৌধুরী (২১), চন্দ্রপুর, কাছাড়, আসাম; সেলিম উদ্দিন কাজি (২২), সিঙ্গিরবন্দ, কাছাড়, আসাম কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে কেন্দ্রীয় বিদ্যালয়, শিলচর (কোয়ারেন্টাইন সেন্টার) কে তাৎক্ষণিকভাবে কন্টেইনমেন্ট জন ঘোষণা করা হলো।

এর পরিপ্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে, আসামের রাজ্যপাল প্রদত্ত ক্ষমতার অধীনে উক্ত কেন্দ্রীয় বিদ্যালয়ে নিম্নলিখিত বিধিনিষেধ আরোপ করা হয়েছে:

১. প্রবেশ ও প্রস্থান পয়েন্ট সুনির্দিষ্ট থাকবে।

২. ঘোষিত এলাকায় পূর্ব অনুমতি ব্যতীত কাউকে প্রবেশ ও প্রস্থান করতে দেওয়া হবে না।

৩. যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

৪. চিকিৎসা , প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা ব্যতীত কোনও কিছু চলাচলের অনুমতি নেই।

৫. অনির্ধারিত মানুষকে চলাফেরা করতে অনুমতি দেওয়া হবে না l

6. আইডিএসপি-এর মাধ্যমে মানুষকে চলাফেরা করতে ট্রানজিট রেকর্ড করে অনুসরণ করতে হবে।

৭. সামাজিক দূরত্ব সম্পর্কিত সমস্ত বিধিবদ্ধ নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে l

এখানে উল্লেখ করা যায়, রাজ্যের বাইরে থেকে আসা লোকেদের (যাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে) মধ্যে সংক্রমণ মূলত ধরা পড়ছে। গতকাল রাত ১১ টা ৫৫ মিনিটে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদত্ত তথ্য অনুযায়ী, সমগ্র রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮২। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬২ জন, সক্রিয়ভাবে রোগী আছেন ৬১৩, চারজন মারা গেছেন, তিনজন বাইরে চলে গেছেন।

বরাক উপত্যকায় আক্রান্তের সংখ্যা ৭৭ । গতকাল সংক্রমণ ধরা পড়া বরাক উপত্যকার রোগীরা হলেন হাইলাকান্দি জেলার একজন মিসবাউর রহমান বড়ভূঁইয়া (২৩) এবং করিমগঞ্জ জেলার রামকৃষ্ণ নগর সুভাষ পল্লীর অজিত দে (২৯), কর্ণমধুর হায়দার হোসেন (২২), শেরালিপুরের আব্দুল হেলিম (২৩), বুবরিঘাটের আওলাদ হোসেন (২৩), চেরাগী নিভিয়া এলাকার মনোজ দে (২৪), মার্জাত কান্দি এলাকার রিবেল আহমেদ (২১) ও কালিগঞ্জ খাগাইলের দিলওয়ার হোসেন (২৪)।

Comments are closed.