Also read in

কাজে গড়হাজির, তাই সহকারীকে বেধড়ক পিটিয়ে মারলো ডাম্পার চালক, উত্তেজনা এলাকা জুড়ে

কাজে না যাওয়ায সহকারী শ্রমিককে পিটিয়ে হত্যা করার এক দুঃখজনক ঘটনা সংঘটিত হল কাছাড় জেলার উধারবন্দ সমষ্টির পানগ্রামে।

নিরীহ এই দিনমজুরকে হত্যা করে তমিজউদ্দিন নামের এক পাষাণ ব্যক্তি। মৃত শ্রমিকের নাম হীরা বাউরি বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী হীরা বাউরি হলো ডাম্পারচালক তমিজ উদ্দিনের সহকারী। গত সোমবার কোন ও কারণে হীরা কাজে যোগ দিতে না যাওয়ায় তমিজ উদ্দিন হীরা বাউরির ঘরে উপস্থিত হয়ে হীরাকে গলায় গামছা বেঁধে টেনে হিছড়ে নিজের ঘরে নিয়ে যায় এবং একটা কোঠায় বন্দী করে উপর্যুপরি আক্রমণ করে। এই বর্বর আক্রমণে অচেতন হয়ে যায় হীরা। তখন রাস্তার পাশে ফেলে পলায়ন করে তমিজউদ্দিন। এই অবস্থায় স্থানীয় লোকজন এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরেই শ্রমিক হীরা বাউরির মৃত্যু হয় বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।

মৃত্যুর সংবাদে ঐ এলাকার জনগণের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় জনতা তমিজ উদ্দিনের ঘরে আক্রমণ করার চেষ্টা করে। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে তমিজউদ্দিন পলাতক রয়েছে বলে জানা গেছে।

এই ঘটনায় উধারবন্দ থানায় একটি মামলা রুজু করে অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে

Comments are closed.