Also read in

বরাকের তিন জেলা গ্রিন জোন হিসেবে ঘোষিত, অরেঞ্জ জোনে রয়েছে অসমের তিনটি জেলা

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রেড, অরেঞ্জ এবং গ্রিন জোনের অধীনে থাকা জেলাগুলির একটি সংশোধিত তালিকা প্রকাশ করেছে। আগামী ৩ মে নির্ধারিত লকডাউনের সময়সীমা শেষ হচ্ছে। দেশে লকডাউন আরও বাড়লেও বিভক্ত করা এই তিন জোন হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশে মোট ১৩০ টি জেলা রেড জোনের অধীনে, অরেঞ্জ জোনের অধীনে ২৮৪ টি জেলা এবং সবুজ জোনের অধীনে ৩১৯ টি জেলাকে চিহ্নিত করা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদান রাজ্য মুখ্য সচিবদের এক চিঠির মাধ্যমে জানান, গত ২১ দিনের মধ্যে কোন নতুন করোনা আক্রান্তের ঘটনা যেখানে ঘটেনি সেই জেলাগুলোকে সবুজ জোনের অধীনে রাখা হয়েছে। যেখানে সীমিত ঘটনা ঘটেছে সেই জেলাগুলোকে অরেঞ্জ জোনে রাখা হয়েছে এবং প্রচুর সংখ্যক করোনা আক্রান্ত কেইস যেখানে রয়েছে সেই জেলাগুলোকে রেড জোনের অন্তর্গত করা হয়েছে।

আসামের ৩০ টি জেলাকে সবুজ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তিনটি জেলা অরেঞ্জ জোনে রয়েছে। রেড জোনে অসমের কোনও জেলা নেই।অসমের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ বিষয়ে টুইট করে স্বস্তি প্রকাশ করেছেন। তবে সাবধানতা অবলম্বন করার জন্যও সঙ্গে আবেদন জানিয়েছেন।

Comments are closed.

error: Content is protected !!