Also read in

হজযাত্রীদের ওপর হামলার ঘটনায় কাছাড় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করল

হজ যাত্রীদের হয়রানির বারো ঘন্টার মধ্যেই কাছাড় পুলিশ এই ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করতে সাফল্য লাভ করল। কাছাড় পুলিশের ফেসবুক পেজে এক পোস্টে উল্লেখ করা হয়, “বয়োজ্যেষ্ঠ তিন ব্যক্তি জমির উদ্দিন লস্কর, নাজির আহমেদ লস্কর, আব্দুল খালেক চৌধুরীকে হেনস্তা করার দায়ে সব্যসাচী চক্রবর্তী, বাপ্পা দাস এবং জয়দীপ পাল নামের তিন জনকে কেস নং ২১৬৭/১৯ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।”

আমাদের প্রতিবেদক আদালত চত্বর থেকে জানান, শিলচরের সেন্ট্রাল রোডে হজযাত্রীদের উপর হামলার অভিযোগে চার জন ব্যক্তিকে পিআই আদালতে পেশ করা হয়েছিল। সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়,গতকাল রাতেই তাদের সবাইকে গ্রেফতার করা হয়।

এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল দুপুর সাড়ে বারোটার সময় তিন জন হজযাত্রী যখন বিগ বাজারের দিকে যাচ্ছিলেন তখন হেনস্তার ঘটনাটি ঘটেছিল। উকিল পট্টি এবং ভাওয়াল পয়েন্টের মধ্যবর্তী স্থানে অজ্ঞাত পরিচয় কিছু লোক তাদেরকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দেয়। এমন কি তাদের মাথার তকি ছুড়ে ফেলে দেয়। দুর্বৃত্তরা হজযাত্রীদের হুমকি দেয় যে তারা যদি এই স্থান পরিত্যাগ না করে তাহলে তাদেরকে টুকরো টুকরো করে নদীর জলে ফেলে দেওয়া হবে। তখন ভয়ে ভীত হয়ে হজযাত্রীরা ওই স্থান পরিত্যাগ করেন এবং নিকটবর্তী স্থানে আশ্রয় গ্রহণ করেন।

সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয় এবং এর তদন্ত শুরু হয়।এরপর কিছু লোক কাছাড়ের পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহান্তের সঙ্গে দেখা করেন এবং ঘটনাটির বিষয়ে তাকে বিস্তারিত জানান। মহান্ত তাদেরকে আশ্বস্ত করে জানান যে ঘটনার সঙ্গে জড়িতদের বারো ঘণ্টার মধ্যে ধরা হবে। কাছাড় পুলিশ তাদের প্রতিশ্রুতি মত সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় এবং ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে সমর্থ হয়।

Comments are closed.