অসমীয়া পোস্টার কাণ্ড : প্রদীপ দত্ত রায়কে গ্রেফতার করল কাছাড় পুলিশ
দীর্ঘ আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের প্রধান আহ্বায়ক ও অল কাছাড় করিমগঞ্জ হাইলকান্দি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আকসা) প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়কে গ্রেপ্তার করল কাছাড় পুলিশ। উচ্চস্তরীয় সূত্রে জানা গেছে যে, তার বিরুদ্ধে শিলচর সদর থানায় হিন্দু যুব পরিষদের দায়ের করা একটি মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সূত্রের খবর, কাছাড় পুলিশ পোস্টার কাণ্ডে তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ২৯৫, ১২৪,৫০৫,৫০৬ নং ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
এখানে উল্লেখ করা যায় যে, প্রদীপ দত্তরায় মেহেরপুরের এক পেট্রোল পাম্পে লাগানো টিকা প্রদান সম্পর্কিত অসমীয়া পোস্টারকে বাংলা দিয়ে প্রতিস্থাপন করার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন । এই আল্টিমেটাম দেওয়ার প্রায় ৩০ ঘন্টা পরে গোস্বামী ফিলিং স্টেশন ম্যানেজমেন্ট নিরাপত্তার বিষয়গুলি মাথায় রেখে পোস্টারটি সরানোর সিদ্ধান্ত নেন। গতকাল প্রদীপ দত্ত রাযকে প্রথমে এসপি অফিসে তলব করা হয় তারপর আজ সকাল ১০টা নাগাদ তিনি এসপি অফিসে আবার আসেন। তিনি ডিএসপি সদর দফতরের কেবিনে থাকাকালীন, শিলচর সদর থানার আধিকারিকরা গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করতে এসপি অফিসে এসে পৌঁছান।
প্রদীপ দত্ত রায় নিজেকে বরাক উপত্যকায় বাংলা ভাষার একজন রক্ষাকর্তা হিসেবে মনে করলেও এই ঘটনায় তার স্বপক্ষে কোন বাঙালি সংগঠনকে তার পাশে দাঁড়াতে দেখা যায়নি।
Comments are closed.