মন্ত্রী পীযুষ হাজারিকারকে কালো পতাকা দেখানোয় শিলচরে গ্রেফতার ২৮
মন্ত্রী পীযূষ হাজারিকারকে কালো পতাকা দেখানোয় বৃহস্পতিবার গ্রেফতার হন ২৮ জন যুবক। গান্ধীবাগে অ্যামিউজমেন্ট পার্ক প্রকল্প উদ্বোধন করতে এদিন মন্ত্রী পীযূষ হাজারিকা শিলচরে আসেন। শহরের বিভিন্ন সংগঠনের সদস্যরা এর প্রতিবাদে রাস্তায় নামেন। বিকেল চারটা নাগাদ যখন মন্ত্রীর কনভয় দেবদূত পয়েন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার সামনে হয়ে গান্ধীবাগের দিকে যাচ্ছিল, তখন একদল যুবক তাকে কালোপতাকা দেখান। মন্ত্রীর গাড়ি গান্ধীবাগে পৌঁছানোর পরই এদের গ্রেফতার করে পুলিশ এবং শিলংপট্টির একটি বিদ্যালয়ে কয়েক ঘণ্টা আটক করে রাখা হয়।
ঐতিহাসিক গান্ধীবাগে অত্যাধুনিক অ্যামিউজমেন্ট পার্ক এবং পাঁচতারা হোটেল বানানোর প্রকল্পের বিরুদ্ধে জোরালো আওয়াজ উঠছে শিলচরের বিভিন্ন মহল থেকে। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকার হাত ধরে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। তবে অ্যামিউজমেন্ট পার্কটিকে ঘিরে পাঁচতারা হোটেল, বার, রেস্তোরাঁ এবং বিরাট কমার্শিয়াল ক্যালপ্লেক্স তৈরির বিরুদ্ধে এই প্রতিবাদ, এমনটাই জানালেন শিলচর যুব কংগ্রেসের সভাপতি কূশল দত্ত। যুব কংগ্রেসের সদস্যরাও এদিন গ্রেফতার হয়েছিলেন। তাদের বক্তব্য হচ্ছে, ঐতিহাসিক গান্ধীবাগে যদি শিশুদের জন্য উদ্যান তৈরি করা হয় তাহলে আমাদের এতে কোনো বাধা নেই। কিন্তু হাজার উনিশের স্মৃতি বিজড়িত এই এলাকায় পাঁচতারা হোটেল হবে, বার তৈরি হবে, এসব কি করে মেনে নেব?
পাঁচতারা হোটেল, বার ইত্যাদি বানানোর প্রশ্নের উত্তরে মন্ত্রী পীযূষ হাজারিকা এদিন বলেন, গান্ধীবাগের খুব অল্প একটি জায়গা নিয়ে কমার্শিয়াল কমপ্লেক্স হচ্ছে। পাঁচতারা হোটেলে যদি বার বানানো হয় তবে সেটা আলাদা কিছু নয়। আর এমনটাও তো নয় যে শিলচরে বার নিষিদ্ধ করা হয়েছে, তাহলে এব্যাপারে এত কথা বলার কি আছে?
এদিকে এক সমাজসেবী তথা কংগ্রেস কর্মী জানিয়েছেন তিনি এই প্রকল্পের বিরুদ্ধে দিল্লির গান্ধীঘাটে গিয়ে ধর্না দেবেন।
Comments are closed.