সৈদপুরের ভাড়া বাড়ি থেকে সন্দেহভাজন ৬ রোহিঙ্গা সমেত ৯ জন গ্রেফতার
রবিবার রাতে সোনাই সমষ্টির সৈদপুর এলাকা থেকে সন্দেহভাজন ৬ রোহিঙ্গা, দুই বাংলাদেশী এবং বাড়ির মালিক সিরবুল ইসলামকে(সাদ্দাম)কে গ্রেফতার করল পুলিশ। অ্যাডিশনাল এসপি (বর্ডার) গৌরব উপাধ্যায়ের নেতৃত্বে এদের জিজ্ঞাসাবাদ চলছে। আজই তাদেরকে আদালতে পেশ করা হবে।
প্রাপ্ত তথ্যমতে ধৃত সন্দেহভাজন রোহিঙ্গারা হলো, নূর খাতুন আয়েশা (১৫) দিলোয়ারা বেগম (২০) তহমিনা বেগম (১৪) সাহিদা বেগম (১৬) ফাতেমা বেগম(১৫) এবং আমির খান (২৯)। সাথে রয়েছে বাংলাদেশী দম্পতি মোহাম্মদ রিয়াজ ওরফে জাহির খান (৫৮) এবং সেলিমা খাতুন (৪৫)।
রবিবার রাত দশটা নাগাদ অভিযান চালিয়ে সোনাবাড়িঘাট বাইপাস এলাকায় সাদ্দামের বাড়ি থেকে এদেরকে আটক করা হয়।
সিরবুল ইসলাম সাদ্দাম জানিয়েছে, প্রায় চার মাস আগে মোহম্মদ জাহির ও আমির খান যুবতীদের সঙ্গে নিয়ে তার বাড়িতে ঘর ভাড়া নেয়। ত্রিপুরা সোনামুড়ার বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে আধার কার্ডও দেখিয়েছিল। তাই ঘর ভাড়া দেবার সময় তার কোন সন্দেহ হয়নি। প্রথমে ত্রিপুরার বাসিন্দা বলে দাবি করলেও পরে মোঃ রিয়াজ স্বীকার করেছে তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।
Comments are closed.