ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত : কাটিগড়া এলাকায় গাড়ি থেকে ৫০ লক্ষ টাকার হেরোইন উদ্ধার
গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জেলার স্থানে স্থানে গোপন চেকপোস্ট বসিয়ে সাফল্য লাভ করছে। বড় মাপের মাদকদ্রব্য চোরাচালান করে করিমগঞ্জ যাচ্ছে, এরকম একটা তথ্য পুলিশের কাছে ছিল। সেই অনুযায়ী কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ অধীক্ষক পার্থপ্রতিম শইকিয়া এবং কাটিগড়া থানার ইনচার্জের নেতৃত্বে বিহারা এলাকায় একটি গাড়ি আটক করা হয়।
কাছাড় জেলার এসপি চন্দ্রকান্ত নিম্বালকারও ঐ স্থানে ছুটে যান। AS 04 N 6366 রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটি আটক করে ৭২ টি সাবানের কেস উদ্ধার করে, যেগুলোর ভিতরে হেরোইন রাখা ছিল ।
‘এটা এক বড়সড় সাফল্য কাছাড় পুলিশের”, বললেন এসপি । ‘মাদকদ্রব্যের চোরাচালান এবং বে-আইনি কার্যকলাপের বিরুদ্ধে সমগ্র রাজ্যজুড়ে প্রতিরোধের কথা ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী এবং আমাদের ডাইরেক্টর জেনারেল অব আসাম পুলিশ এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন । মে মাসে আমরা এধরণের ১২টি মামলা রেজিস্টার করেছি এবং ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ২৫ হাজারের বেশি ডবলিউ ওয়াই ট্যাবলেট এবং অনেক হেরোইন জব্দ করেছি’, জানালেন এসপি বৈভব চন্দ্রকান্ত নিম্বালকার।
তিনি আরো জানান, পুলিশ এই চোরাচালান চক্র ভাঙতে প্রয়াসী রয়েছে এবং এই ধরনের অভিযান নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া হবে
যদিও এই মাদকদ্রব্য হেরোইনের শুদ্ধতা সম্বন্ধে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না।এদিকেবোলেরো গাড়িকে আটক করা হয়েছে এবং দুজন ব্যক্তি যারা করিমগঞ্জ জেলার বাসিন্দা তাদের আটক করা হয়েছে। ‘ওই দুই ব্যক্তির জিজ্ঞাসাবাদ চলবে এবং তাদের কাছ থেকে এই চক্রের সাথে জড়িতদের সম্বন্ধে তথ্য বের করা হবে’, জানালেন এসপি। গাড়িতে ‘জরুরী পরিষেবায়’ এরকম একটা ট্যাগ লাগানো ছিল এবং সম্ভবত এটা কার্বি আংলং ডিমা হাছাও জেলার কোন স্থান থেকে এসেছিল।
Comments are closed.