
১০ দিন ধরে অভিযান চালিয়ে অপহৃত সুপারি ব্যবসায়ীকে উদ্ধার করল কাছাড় পুলিশ
১০ দিন আগে সুপারি ব্যবসায়ী সফিক উদ্দিন অপহৃত হন । গত ২৬ ডিসেম্বর উধারবন্দের মধুরা এলাকা থেকে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে দুর্বৃত্তরা।
ঐ দিনই তাকে অপহরণকারীদের হাত থেকে উদ্ধারের জন্য অভিযান শুরু করে কাছাড় পুলিশ। পরিবারের লোকজন উত্তেজনা ও আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছিলেন। সূত্রের বিশ্বাস, অপহরণকারীরা একাধিক দাবিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল।
উধারবন্দ নির্বাচনী এলাকার ঘন জঙ্গল এলাকায় দশদিনের প্রচেষ্টার পর পাতিমারা এলাকা থেকে সফিক উদ্দিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে; কাছাড় পুলিশ নিশ্চিত করেছে এই সংবাদ। বরাক বুলেটিনের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলার এসপি রমনদীপ কৌর বলেন, “হ্যাঁ, তাকে উধারবন্দ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং তিনি পরবর্তী পদ্ধতির জন্য আমাদের সাথে আছেন।”
অপহরণের পিছনে কারা ছিল জানতে চাইলে কাছাড়ের এসপি, ডাঃ রমনদীপ কৌর বলেন, “আমরা এখনও তদন্তের প্রক্রিয়ায় আছি।”
Comments are closed.