Also read in

কাকভোরে শিলচর হাসপাতাল রোড থেকে থেকে চার ডাকাত গ্রেফতার

শিলচর শহরের প্রধান সড়কের পাশে এক মোবাইলের দোকান ভাঙ্গার প্রচেষ্টারত ডাকাতদলকে হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হল রাইডিং স্কোয়াড। এই ঘটনায় চার জনকেই গ্রেফতার করতে সফল হয় কাছাড় পুলিশ।

তখনও দিনের আলো ভালো করে ফুটেনি, রাইডিং স্কোয়াড তাদের রাতের রুটিন টহলদারি চালিয়ে যাচ্ছে। শিলচর সিভিল হাসপাতালের কাছে এসেই ওরা দেখতে পায় হাসপাতালের বিপরীতে থাকা মোবাইলের দোকান মেসার্স রামকৃষ্ণ মোবাইল সেন্টার ভাঙার চেষ্টা করছিল চারজনের এই ডাকাত দল। সাথে সাথে পুলিশ তৎপরতার সাথে চারজনকেই ধরতে সক্ষম হয়। ডাকাত দল কালো রঙের মারুতি ৮০০ গাড়িতে এসেছিল, গাড়িটি নাগাল্যান্ডে রেজিস্ট্রিকৃত; রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে NL 07 2022।

.

এই চার দুষ্কৃতীর নাম হচ্ছে, দুলাল আহমেদ(২০), ইকবাল হোসেন(২৬), নাঈমুর রাজা চৌধুরী (২৮) এবং রিজু আহমেদ (৩০)। প্রথম উল্লেখিত তিনজন করিমগঞ্জের সাদারশি অঞ্চলের, শেষোক্ত ব্যক্তি করিমগঞ্জের মনসামঙ্গল এলাকার বলে জানা গেছে। তাদের কাছ থেকে একটা ৯ এম এম পিস্তল, ৩টি তাজা কার্তুজ, ৮টি মোবাইল ফোন এবং সাথে হাতুড়ি, রেঞ্চ এরকম ভাঙ্গার সামগ্রী পাওয়া গেছে।

রাইডিং স্কোয়াডের এই সাফল্যে সামিল ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, বসন্ত সিংহ, বিরুমনি সিংহ।

পুলিশ এই চার দুষ্কৃতীকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

 

Comments are closed.