বরাকে করোনার দ্বিতীয় ঢেউ! মেডিক্যালে মারা গেলেন ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি; চিকিৎসাধীন দুই
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বরাক উপত্যকায়। রবিবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। উধারবন্দের দয়াপুর এলাকার বাসিন্দা মনোহর গোড় (৫০) নামের ব্যক্তি কাশি এবং শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যা নিয়ে ১৭ মার্চ শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রবিবার তার মৃত্যু হয়েছে। হাসপাতালের অধ্যক্ষ ডাঃ বাবুল বেজবরুয়া খবরটি জানিয়েছেন। তার মতে এটি করোনার দ্বিতীয় ঢেউ যা বরাক উপত্যকায় আছড়ে পড়েছে এবং আগামীতে সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন তারা।
তিনি বলেন, “করোনা ভাইরাস কোনওভাবেই ফুরিয়ে যায়নি, এটা আমরা বারবার প্রত্যেক ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করেছি। নির্বাচন-পরবর্তী সময়ে প্রচুর সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা আবার হাসপাতালকে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য তৈরি করছি। আমরা প্রত্যেক ব্যক্তিকে বলতে চাইছি, এখন সাবধান হওয়ার সময়, কোনভাবেই এমন পরিস্থিতিতে নিজেকে নিয়ে যাবেন না যেখানে সংক্রমণের সম্ভাবনা রয়েছে। আমরা অত্যন্ত চিন্তিত কেননা ভাইরাসের নতুন ধরণ অত্যন্ত বিপদজনক এবং দ্রুত কাজ করে। ইউরোপের বিভিন্ন দেশে দ্বিতীয় ঢেউ আটকাতে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে এবং আমরাও নিজেদের তৈরি করছি। আমাদের মনে হচ্ছে আগামী এক মাসের মধ্যে ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। ইতিমধ্যে সরকারের কাছে আমরা কথাগুলো জানিয়ে দিয়েছি এবং তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শুরু করেছেন।”
এই বছর জানুয়ারি মাসের ৩ তারিখ আশুতোষ দে নামের এক ব্যক্তির মৃত্যুর পর তার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছিল। তবে পরবর্তীতে সংখ্যা এতটাই কমে আসে এক সময় হাসপাতালের একজন ব্যক্তিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন না। তবে এবার পরিস্থিতি আবার পুরনো দিকে মোড় নিচ্ছে।
মনোহর গোড়ের মৃত্যুর পাশাপাশি এদিন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও দুই ব্যক্তি ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন।
Comments are closed.