Also read in
অবশেষে বদলি হলেন কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রোশন। তার জায়গায় নতুন পুলিশ সুপার হিসেবে কাছাড়ে দায়িত্ব নেবেন এপিএস মুগ্ধজ্যোতি মহন্ত, তিনি বর্তমানে তিনসুকিয়ার পুলিশ সুপার। রাকেশ রোশনকে বিশ্বনাথ চারিয়ালির পুলিশ সুপার হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে।
পাশাপাশি বদলি হয়েছেন করিমগঞ্জের পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ও, তার জায়গা নিচ্ছেন তিনসুকিয়ার পুলিশ সুপার মানবেন্দ্র দেব রায়। গৌরব উপাধ্যায় কার্বি আংলং এর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন।
শুক্রবার রাজ্য সরকারের তরফে এক নির্দেশে কাছাড়ের এবং করিমগঞ্জের পুলিশ সুপারকে বদলির নির্দেশ দেওয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি রদবদল করা হয়েছে সারা রাজ্যে।
আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক স্তরে বড় ধরনের রদবদল করছে রাজ্য সরকার। সম্প্রতি তিন জেলার জেলাশাসককে পরিবর্তন করা হয়েছে। কাছাড়ের জেলাশাসক হিসেবে এ সপ্তাহেই দায়িত্ব নেবেন আইএএস লায়া মাদ্দুরি। পাশাপাশি বদলি কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস রাকেশ রেড্ডিও। তার জায়গায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন এপিএস জগদীশ দাস।
Comments are closed.