Also read in

শিলচরে দেওয়া হবে কোভিশিল্ড, প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের পরেই শুরু হবে ভ্যাকসিন দেওয়া

সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে ও আগামীকাল শুরু হচ্ছে কোভিড ভ্যাকসিনেশন। প্রশাসনের তরফ থেকে আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রব্যাপী ভ্যাক্সিনেশন পদ্ধতি শুরু করবেন আগামীকাল, ঠিক তার পরে পরেই শিলচরে ও ভ্যাকসিন দেওয়া শুরু হবে। আগামীকাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিভিল হাসপাতালে এই টিকাদান কর্মসূচি শুরু করা হবে। তারপর প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবারে সকাল ন’টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা দেওয়া হবে।

কোভ্যাকসিন এবং কোভিশিল্ড এই দুটোর মধ্যে শিলচরে প্রথমত সবাইকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে। মৌখিক সম্মতি নিয়ে এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্যকর্মীদের টিকা দানের মাধ্যমে শুরু হবে এই প্রক্রিয়া। সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মরত ১১,৭১০ জন স্বাস্থ্যকর্মীকে প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে যাতে করোনার দ্বিতীয় ঢেউ আসলেও তাদের পরিষেবা অব্যাহত থাকে। আঠারো বৎসর যাদের বয়স হয়েছে তাদেরকেই এখন টিকা দেওয়া হচ্ছে। তবে অন্তঃসত্ত্বা স্তন্যদানকারী মহিলাদেরকে এখন টিকা দেওয়া হচ্ছেনা।

কোভিড টিকাকরণে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, তাই স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একজনকে টিকা দিতে প্রায় ৫ মিনিট লাগবে।

অন্যান্য তথ্য তুলে ধরে আধিকারিকরা জানিয়েছেন, একটি ডোজে ০.৫ মিলিলিটার থাকে। যদি কারোর কোন সমস্যার সৃষ্টি হয় তবে সাথে সাথে ত্বকে বিশেষ তদারকিতে রাখা হবে এবং পরীক্ষা-নিরীক্ষা হবে ভ্যাকসিন নেওয়ার ফলে এরকম হচ্ছে কিনা। এমনকি কারুর হাঁচি হলেও এই পদ্ধতি গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে দিনে প্রায় ১০০ জনকে টিকা দেওয়া হবে। এই ভ্যাক্সিনেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

 

বেসরকারি হাসপাতালে মধ্যে গ্রীন হিলস হাসপাতাল এবং বারো’জ মেমোরিয়াল হাসপাতালে ও পরবর্তীতে টিকাদান কর্মসূচি গ্রহণ করা হবে। কালক্রমে সরকারি-বেসরকারি মিলিয়ে সর্বমোট ২৫ টি কেন্দ্রে টিকা দেয়া হবে।

Comments are closed.