'জনগণের সুরক্ষাই হবে শেষ কথা', দায়িত্ব নেওয়ার আগেই কাছাড়ের নতুন পুলিশ সুপার
আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন কাছাড়ের নতুন পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত। আজই বিকেলে তিনি শিলচর এসে পৌঁছবেন এবং অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রেড্ডির হাত থেকে কাছাড় জেলার আইন-শৃংখলার দায়িত্বভার গ্রহণ করবেন ।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে আসাম পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন মুগ্ধজ্যোতি, সুপার পদে এটি তার পঞ্চম জেলা। ২০০৮ সালে গুয়াহাটিতে অপারেশন বিভাগের দায়িত্বে ছিলেন তিনি। তারপর কার্বি আংলং এবং তিনসুকিয়া জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। বরাক উপত্যকায় আরও একবার তিনি দায়িত্ব পালন করে গেছেন, করিমগঞ্জে কমান্ডেন্ট হিসেবে। তবে কাছাড়ে এটিই তার প্রথম নিযুক্তি।
বিগত দিন গুলিতে এই জেলায় পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, এসব নিয়ে তিনি এখনই কিছু বলতে চাননি। তবে তার নীতি হচ্ছে সাধারণ মানুষ এবং সম্পত্তির ক্ষতি যেন না হয়, পুলিশের এই প্রাথমিক কাজটা ঠিকমতো পালন করা। ২৪ ঘন্টাই পুলিশ আইন-শৃঙ্খলার দিকে চোখ রাখবে বলে আশ্বাস দেন তিনি। জেলায় এসে তিনি নিজের মতো করে ঢেলে সাজাবেন। তার বিশ্বাস সাধারণ মানুষ এবং বিভিন্ন সরকারি বিভাগ তাকে এব্যাপারে সাহায্য করবেন।
রাকেশ রৌশনের বিরুদ্ধে এক সময় এলাকার জনপ্রতিনিধিরা সরাসরি মুখ খুলেছিলেন। শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল তাকে ‘গ্যাংস্টার’ বলেও আখ্যা দিয়েছেন এবং বিভিন্ন সিণ্ডিকেটে তার হাত রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন। সেসব প্রমাণিত না হলেও জেলায় অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। পুলিশ আধিকারিকের সঙ্গে সরকারের জন প্রতিনিধির এভাবে সরাসরি বাক্যবিনিময় আগে কখনো হয়নি। এই পরিস্থিতিতে পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন পুলিশ সুপারের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ।
সিণ্ডিকেট রাজ নিয়ে অনেক অনেক কথা হয়েছে; উদাহরণ স্বরূপ বলা যায় কয়লা বা ড্রাগসের রমরমা- এসব নিয়ে পুলিশের প্রতি মানুষের ক্ষোভ রয়েছে। অনেকেই বলছেন, একদিকে যেমন অবৈধ কয়লা ট্রাক ধরা পড়ছে, অন্যদিকে ড্রাগসের জন্য প্রায়ই তরুণ-যুবকরা প্রাণ হারাচ্ছে, পুলিশ পুরোপুরি ব্যর্থ। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে যুবকের মৃতদেহ পাওয়া গেছে এবং প্রায় সবগুলোতেই ড্রাগসের জন্যই মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশ সুপার নিজে স্বীকার করেছেন ড্রাগস অভারডোজে মৃত্যুর কথা। তার মানে জেলায় ড্রাগস পাচারচক্র সক্রিয় আছে । এসব নিয়ে নতুন পুলিশ সুপার কড়া পদক্ষেপ নিন, চাইছেন জনগণ।
প্রাক্তন পুলিশ সুপার রাকেশ রৌশন ইতিমধ্যেই জেলা ছেড়ে গৌহাটি চলে গেছেন। তিনি বিশ্বনাথ চারিয়ালির পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেবেন। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার রাকেশ রেড্ডিও পুলিশ সুপার পদে উন্নীত হয়েছেন, তাকে ধেমাজি জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
Comments are closed.