Also read in

কাছাড়ে পজিটিভিটি দুই শতাংশের নিচে নামল, কমল মেডিকেলে ভর্তি ও মৃত্যু

সমগ্র আসামের মধ্যে কাছাড় জেলার কোভিড পরিস্থিতি এখনো উদ্বেগজনক রয়ে গেছে। তবে, কিছুটা হলেও স্বস্তির কথা , বৃহস্পতিবার পজিটিভিটি ২ শতাংশের সামান্য নিচে নেমে এসেছে। স্বাস্থ্য দপ্তর থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী কাছাড় জেলায় ২৩৬ জন ব্যক্তির দেহে কোভিড সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এরমধ্যে রেপিড এন্টিজেন টেস্টে ১৫৭ জন এবং আরটিপিসিআর টেস্টে ৭৯ জন। রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছিল ৭৮৮৫ জনের। মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে একজনের, তিনি হাইলাকান্দি জেলার।

শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, ১৭ জুন বিকেল পাঁচটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ১২৪ জন রোগী সক্রিয় রয়েছেন। ৭৮ জন রোগী আইসিইউতে রয়েছেন, ৪৬ জন রোগী রয়েছেন কোভিড ওয়ার্ডে। ১৩ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ১০২ জন রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন।

এর আগের ২৪ ঘন্টায় ১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৪ জন রোগী ছাড়া পেয়েছেন। ১৫ জন রোগী হোম আইসোলেশন নিয়েছেন।

করিমগঞ্জ জেলায় ৬০ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়, ৩,৪৯৯ জনের পরীক্ষা করানো হয়েছিল। হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার ৪৪ জন করোনা সংক্রামিত হন।

 

এদিকে, করোনা সংক্রমণের কারণে ২৪ ঘণ্টায় এক জন রোগী মেডিক্যাল কলেজে প্রাণ হারিয়েছেন।

 

হাইলাকান্দি শহরের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ৩৮ বছর বয়স্ক সুতপা চন্দ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৪ জুন। তিনি ১৭ জুন সকাল ১০-৩০ মিনিটে করোণা উপসর্গ নিয়ে প্রাণ হারান ।

Comments are closed.

error: Content is protected !!