
সন্ধ্যা পর্যন্ত কাছাড়ে পজিটিভ ১৪২, করিমগঞ্জে ৮৭ হাইলাকান্দিতে ১৭, মেডিকেলে মৃত এক
ধীরে ধীরে সংক্রমনের মাত্রা কমছে; কমছে পজিটিভিটির হার ও। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাছাড় জেলায় সর্বমোট ১৪২ জন ব্যক্তির দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয় । ২০,৮৮২ জনকে রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছিল তার মধ্যে ১৩১ জনের সংক্রমণ ধরা পড়ে। বাকি ১১ জন আরটিপিসিআর টেস্টে শনাক্ত হন।
করিমগঞ্জে ৮৭ জন ব্যক্তির দেহে কোভিড সংক্রমণ শনাক্ত হয়। জেলায় আজ ৫০১৬ জনের কোভিড পরীক্ষা করা হয়েছিল।
হাইলাকান্দিতে ২৪ ঘন্টায় ১৭ জন ব্যক্তির শরীরে কোরনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ১৮৩৫ জনের কোভিড রেপিড অ্যান্টিজেন টেষ্টে ১৫ জন এবং ৩৭২ জনের আরটিপিসিআর টেস্টে ২ জন পজিটিভ হয়েছেন।
শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত মেডিক্যাল বুলেটিনে জানিয়েছেন, ২২ জুন বিকেল পাঁচটায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ১১৪ জন রোগী সক্রিয় রয়েছেন। ৬৪ জন রোগী আইসিইউতে রয়েছেন, ৫০ জন রোগী রয়েছেন কোভিড ওয়ার্ডে। ১৩ জন রোগী ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং ৮৬ জন রোগী অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
এর আগের ২৪ ঘন্টায় ২২ জন রোগী করোণা সংক্রান্ত উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ২৯ জন রোগী ছাড়া পেয়েছেন।
করোনা সংক্রমণ নিয়ে ২৪ ঘণ্টায় এক জন রোগী মেডিক্যাল কলেজে প্রাণ হারিয়েছেন।
কাছাড় জেলার কাবুগঞ্জ বেকিরপার এলাকার বাসিন্দা ৬৮ বছর বয়স্ক অনিল কুমার সিনহা বিগত ২০ জুন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ২২ জুন সকাল ৮-১০ মিনিটে উনার মৃত্যু হয়
Comments are closed.