শেষ হল প্রচারাভিযান, জারি ১৪৪ ধারা, ভোটের জন্য প্রস্তুত প্রশাসন
দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের প্রচারাভিযান মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। ভোট গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত প্রশাসন।বরাক উপত্যকার কাছাড় ও করিমগঞ্জ লোকসভা আসনে আঠারো এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই সংসদীয় আসনে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল পাঁচটায় নির্বাচনী প্রচার শেষ হয়েছে। শেষ লগ্নে এদিন বিজেপি, কংগ্রেস, এ আই ইউ ডি এফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্থানে স্থানে সভা সমাবেশ আয়োজনের পাশাপাশি মিছিল, বাইক র্যালি বের করা হয়।।এদিকে ভোটের ৪৮ ঘন্টা আগে মঙ্গলবার হাইলাকান্দি জেলায় ষোল এপ্রিল থেকে উনিশ এপ্রিল পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।। জেলা শাসক কীর্তি জল্লি জানান, পোলিং বুথের দুই শত মিটার পরিধিতে সি আর পি সি র ১৪৪ ধারায় পাঁচ বা ততোধিক ব্যাক্তির চলাফেরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট বুথের ভোটার ছাড়া অবাঞ্ছিত ব্যক্তিদের যেতে দেওয়া হবে না।। ভোটার পরিচয়পত্র দেখিয়েই ভোট দিতে হবে।লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় তিরানব্বই জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।। প্রত্যন্ত এলাকার বুথ কেন্দ্রে এডিশ্যনাল স্টেটিক সেক্টর অফিসার সহ মাইক্রো অবসারর্ভার নিযুক্তি দেওয়া হয়েছে।।
এদিকে মঙ্গলবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চলের আটটি বুথের ভোটগ্রহণ কর্মীরা ইভিএম, ভিভিপ্যাড সহ ভোট সামগ্রী নিয়ে রওয়ানা হয়েছেন।। এদিন দক্ষিণ হাইলাকান্দির আটটি ভোট গ্রহণ কেন্দ্রের কর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সামগ্রী, ইভিএম তুলে দেন জেলা শাসক কীর্তি জল্লি । প্রত্যন্ত অঞ্চলের দুর্গম এলাকায় অবস্থিত আটটি কেন্দ্রের কর্মীরা মঙ্গলবার রাস্তায় রাত কাটিয়ে বুধবার সকালে পায়ে হেঁটে কেন্দ্রে পৌঁছাবেন।।
হাইলাকান্দি জেলার ৬৫৬ টি বুথ কেন্দ্রের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের আটটি কেন্দ্রের ভোটগ্রহণ কর্মীরা মঙ্গলবার রওয়ানা হলেও বাকি ৬৪৯ টি কেন্দ্রের ভোটকর্মীরা বুধবার সকালে রওয়ানা হবেন। উল্লেখ্য,এবারের নির্বাচনে হাইলাকান্দি জেলার ৬৫৬ টি বুথকেন্দ্রে ২৯২৪ জন ভোট কর্মী নিয়োগ করা হয়েছে।। এরমধ্যে ১৩১২ জন প্রিসাইডিং অফিসার ও প্রথম পোলিং অফিসার রয়েছেন।। জেলায় মোট দুই শতটি স্পর্শকাতর কেন্দ্রে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহ রাজ্য পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।। করিমগঞ্জ লোকসভা আসনের অধীন এই নির্বাচনে হাইলাকান্দি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রের ৪,৮২,৭৪৪ জন ভোটার ভোটদান করবেন।। এরমধ্যে পুরুষ ২,৫৩,৯৮৪ এবং মহিলা ২,২৮৭৬০ জন।। তাছাড়া বিশেষ সক্ষম ভোটার হচ্ছেন ৯৯১ জন।। এবার জেলায় নতুন ভোটার হচ্ছেন ১০,৭৯৭ জন।।হাইলাকান্দি জেলায় এবার মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৬৫৬ টি।। এরমধ্যে স্পর্শকাতর ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ২০০ টি।
Comments are closed.