Also read in

কোন ধরনের দুর্ঘটনা নয়, তবু গাড়িতে বসেই মৃত চালক, মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ

আজ বৃহস্পতিবার সকালে কালাইন বাসস্ট্যান্ডে এক আইরিশ গাড়ির ভিতর রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় এক যুবককে ।‌ আনুমানিক ৩০ বছরের ঐ যুবক নাজিম উদ্দিনের বাড়ি ভৈরবপুর আজুমারা এলাকায়, পিতার নাম সরব আলী।

কোন ধরনের দুর্ঘটনা বা ঘটনা ছাড়াই হঠাৎ করে যুবক বয়সের নাজিম উদ্দিনের মৃত্যুতে আশেপাশের জনগণ অবাক হয়ে যান; খবর যায় পুলিশ। কালাইন এবং কাটিগড়া পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে। ‌

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ড্রাইভিং সিটে বসেই যখন যুবকের মৃত্যু হয়, তখন তার মুখ থেকে লালা ও রক্ত বের হচ্ছিল। আশে পাশের জনতার সন্দেহ হচ্ছে, কোন ধরনের মাদক দ্রব্যের মাত্রাতিরিক্ত সেবনের কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে।

AS 11 BC 0248 নম্বরের রেজিস্ট্রিকৃত এই গাড়ির মালিক নাজিমউদ্দিনের বড় ভাই বলে জানা গেছে।

Comments are closed.