কালীনগরে সড়ক দুর্ঘটনায় আহত ৩
শনিবার হাইলাকান্দি জেলার কালীনগরে এক সড়ক দুর্ঘটনায় একটি শিশু সহ মোট তিনজন আহত হয়েছেন। একটি অলটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। আহত দুজন যাত্রী অল্টো গাড়িটিতে করে যাচ্ছিলেন।
আহত ব্যক্তিরা হলেন আসিয়া বেগম ও তার ছেলে মুক্তাদির হাসান মজুমদার। সূত্র থেকে জানা যায়, দুপুর আনুমানিক বারোটায় ঘটনাটি ঘটে। অলটো গাড়িটি আসিয়া বেগম ও তার ছেলে মুক্তাদিরকে নিয়ে শিলচর অভিমুখে যাওয়ার সময় কালিনগর পঞ্চম খন্ডে একটি মসজিদের কাছে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার ফলে গাড়িটি রাস্তার পাশে গর্তে ছিটকে পড়ে। ফলে আসিয়া ও মুক্তাদির জানকিবাজার থেকে শিলচরে যাওয়ার পথে গুরুতরভাবে আহত হন। গাড়ির চালক অসিত বরণ পুরকায়স্থও আহত হন বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত ৩ জন আসিয়া, মুক্তাদির ও অসিতকে চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। তাদের অবস্থা বিবেচনা করে তিন জনকে পরে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, মুক্তাদিরের অবস্থা গুরুতর রয়েছে।
পরে গাড়িটিকে গর্ত থেকে তোলা হয় এবং কাটাখাল থানায় নিয়ে যাওয়া হয়।
Comments are closed.