Also read in

তপোধীর ভট্টাচার্যের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা, বরাক জুড়ে ক্ষোভ

অবশেষে দেশদ্রোহ এবং রাজ্যে অশান্তি ছড়ানোর অভিযোগে মামলা করা হলো আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা সিআরপিসিসির অধ্যক্ষ তপোধীর ভট্টাচার্যের বিরুদ্ধে। মানস চালিহা নামের এক ব্যক্তি রবিবার গুয়াহাটিতে আইপিসি ১২০ এবং ১৫৩ (ক) এর আওতায় মামলা করেছেন। চালিহার অভিযোগ, অধ্যাপক তপোধীর ভট্টাচার্য তাঁর লেখনী এবং বক্তব্যের মাধ্যমে অসমিয়া সংস্কৃতি এবং ভারতবর্ষের সার্বভৌমত্বের অবজ্ঞা করেছেন।

উল্লেখ্য, আসামে বাঙালিদের নির্যাতনের বিরুদ্ধে তপোধীর ভট্টাচার্যের দুটি লেখা পশ্চিমবঙ্গের দুই পত্রিকায় সম্প্রতি বেরোয়। এতে ব্রহ্মপুত্র উপত্যকার একাংশ সংবাদ মাধ্যম এবং বুদ্ধিজীবী মহল নানাভাবে তার বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা বলেন। এরই ফলস্বরূপ আজ এব্যাপারে মামলা করা হলো। তবে এতে বরাক উপত্যকার বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। গৌহাটি হাইকোর্টের প্রাক্তন আইনজীবী প্রদীপ দত্তরায় এই মামলাকে প্রতিশোধ মূলক মনে করেন এবং এব্যাপারে তপোধীর ভট্টাচার্যের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের আইন ব্যবস্থাকে আমরা সম্মান করি। তপোধীর বাবুর জামিন নেওয়া সহ মামলার নিষ্পত্তি পর্যন্ত সব ব্যাপারে আমরা সঙ্গে থাকব। তবে এই ঘটনাটি দুর্ভাগ্যজনক। নিজেদের আক্রোশ মেটানোর জন্য দেশের আইনের অপব্যবহার করার চেষ্টা করছেন ব্রহ্মপুত্র উপত্যকার একাংশ মানুষ, যা অত্যন্ত নিন্দনীয়।

বরাক উপত্যকার বিভিন্ন সংগঠনও এর বিরোধিতা করেছেন। ফোরাম ফর সোশ্যাল হার্মোনি সোমবার বিকালে শিলচরে এক প্রতিবাদী সভার আয়োজন করেছে।

Comments are closed.

error: Content is protected !!