কাটিগড়ায় প্রকাশ্য দিবালোকে ডাকাতি, নগদ টাকা ও অলঙ্কার মিলিয়ে বারো লাখ টাকা খোয়ালেন গয়নার দোকান মালিক
আজ সকালে কাটিগড়া থানা থেকে মাত্র ৫০ মিটার দূরে অবস্থিত একটি জুয়েলারির দোকানে ডাকাতির ঘটনা ঘটে, জুয়েলারির দোকান থেকে লুট হয়েছে সোনার অলংকার ও নগদ টাকা মিলিয়ে ১২ লক্ষ টাকা । একটি পালসার বাইকের পিলিয়ন আরোহী জুয়েলারির দোকানে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুই ডাকাতের মুখ। দোকানটির মালিক কাটিগড়ার স্থানীয় বাসিন্দা প্রভাংশু দত্ত ওরফে মনি ।
সকাল ১১টা নাগাদ প্রভাংশু দত্ত তার জুয়েলারির দোকান থেকে কোনো কাজে বের হন। এক প্রত্যক্ষদর্শীর বয়ান থেকে জানা যায়, এ সময় কাটিগড়া চৌরঙ্গীর দিকে পালসার বাইকে করে দুজন লোক গয়নার দোকানের কিছুদূরে এসে থামে। তারপর, পেছনে বসা আরোহী বাইক থেকে নেমে, কিছুটা হেঁটে গয়নার দোকানে প্রবেশ করে। দোকান থেকে গয়না ও নগদ টাকার ব্যাগ লুট করে আবার বাইকে চড়ে দুজনে পালিয়ে যায়। কাটিগড়া চৌরঙ্গী পর্যন্ত স্থানীয়রা বাইকারদের ধাওয়া করলেও তারা সফলভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে, যদিও দুই বাইকারকে এখনও খুঁজে পাওয়া যায়নি। থানা থেকে মাত্র ৫০ মিটার দূরে একটি জুয়েলারি দোকানে প্রকাশ্য দিবালোকে লুটের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা সকাল ১১টা নাগাদ একে অপরের সাথে গল্প করছিলাম। সেই সময় একটি বাইকে করে দুজন লোক এসে জুয়েলারির দোকানের কাছে বাইকটি থামায়। পিলিয়ন আরোহী বাইক থেকে নেমে ভিতরে প্রবেশ করে। গয়নার দোকান থেকে সোনার গয়না ও নগদ টাকা সহ ব্যাগ নিয়ে আবার বাইকে চড়ে দুজনে পালিয়ে যায়।”
জুয়েলারি দোকানের মালিক প্রভাংশু দত্ত সাংবাদিকদের বলেন, “আমি আমার ব্যাগ নিয়ে বাড়ি থেকে দোকানে আসি। দোকানে আমার ব্যাগ রেখেছিলাম এবং জল আনতে যাওয়ার সময় পাপ্পু নামের এক ব্যক্তিকে আমার দোকানের দেখাশোনা করার জন্য অনুরোধ করি। কয়েক মিনিটের মধ্যে পাপ্পু আমাকে ফোন করে জানায় যে আমার ব্যাগটি বাইকে করে আসা দুজন লোক চুরি করে পালিয়েছে।”
Comments are closed.