
স্টেট ব্যাংকের শিলচর শাখার ভেতর থেকেই টাকা চুরি, তিন লাখ খোয়ালেন আসাম রাইফেলসের জওয়ান
কিছুদিন বন্ধ থাকার পর আবার এখন শহরে টাকা চুরি- ছিনতাইয়ের ঘটনা শুরু হয়েছে । সোমবার শিলচরের একটি ব্যাঙ্কের ভিতরেই টাকা ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়। আসাম রাইফেলসের এক সৈনিকের কাছ থেকে ৩ লাখ নগদ টাকা সহ একটি ব্যাগ চুরি হয়ে যায়।
আসাম রাইফেলসের এক সৈনিক সোমবার বিকাল তিনটার সময় শিলচরের পার্ক রোডে ডিসি বাংলোর কাছে থাকা স্টেট ব্যাংকের শিলচর শাখা থেকে নগদ ৩ লাখ টাকা তুলেন । প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় তিনি একটি ব্যাগে নগদ টাকা রেখে কাছেই অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়েন। তিনি ব্যাগ রেখে চলে যাওয়ার সাথে সাথে মাস্ক পরা দুষ্কৃতীরা ব্যাগটি করায়ত্ত করে পালিয়ে যেতে সফল হয়। আমাদের সূত্র বলছে, ব্যাঙ্কের এলাকার ভেতর এই ধরনের ঘটনা খুবই বিরল।
ঘটনাটি নিশ্চিত করে তারাপুর পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আনন্দ মেধি আমাদের জানান যে সোমবার সন্ধ্যায় এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং তারা তাদের তদন্ত শুরু করেছেন। “আমরা ইতিমধ্যে ব্যাঙ্ক থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং টাকা নিয়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের ধরার চেষ্টা করছি। অপরাধী মাস্ক পরা ছিল এবং আমরা এই ব্যক্তিদেরকে শনাক্ত করার জন্য আমাদের সোর্স নেটওয়ার্কের সাহায্য নেওয়ার চেষ্টা করছি ”, মেধি জানান। ব্যাঙ্ক চত্বরের ভিতর থেকে এই ধরনের চুরির ঘটনা ব্যাঙ্ক কর্তৃপক্ষ, গ্রাহক এবং পুলিশ সবার কাছেই উদ্বেগের বিষয়।
Comments are closed.