
তিনটি গরুকে স্যান্ট্রো গাড়ির পেছনের সিটে ঠেসে ঢুকিয়ে পাচারের চেষ্টায় দুই পথচারীকে ধাক্কা, উত্তেজিত কালাইনের জনতা
সোমবার সকালে জালালপুরে গরু পাচারের সময় একটি দ্রুতগামী স্যান্ট্রো গাড়ি পথে দুই পথচারীকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করতে শুরু করলে অবশেষে কালাইনের তারাপুর এলাকায় গাড়িটিকে থামাতে সক্ষম হন।
গাড়িটি ধরার পর স্থানীয়রা গাড়ির পেছনের সিট ও বুটের ভেতরে তিনটি গরুকে জোর করে ঢোকানো দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে স্যান্ট্রো গাড়িটি ভাঙচুর করেন।
উত্তেজিত জনতা ML 05F 3629 নম্বরের স্যান্ট্রো গাড়িটি ভাঙ্গচুর করার সময় চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মেঘালয়ে নিবন্ধিত গাড়িটি কাটিগড়া এলাকা থেকে তিনটি গরু পাচার করছিল। গরু পাচারকারী যখন গাড়িতে করে যাচ্ছিল, তখন সেটা অনিয়ন্ত্রিত গতিতে চলতে শুরু করে এবং পথে জালালপুরে দুই পথচারীকে ধাক্কা দেয়।
এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে গাড়িটিকে ধাওয়া করতে থাকে। দীর্ঘক্ষণ গাড়িটিকে ধাওয়া করার পর তারা কালাইনের তারাপুর এলাকায় গাড়িটিকে থামাতে সক্ষম হয়। থামার পর স্থানীয়রা গাড়ির ভেতরে তিনটি গরুর দেখতে পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং গাড়ির কাচ ভাঙচুর করেন।
খবর পেয়ে কালাইন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িসহ গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। সম্প্রতি এসব এলাকায় গরু পাচারের ঘটনা দ্রুত বাড়ছে। গত শুক্রবার কাটিগড়া এলাকাবাসী দুটি গাড়ি থেকে ছয়টি গরু উদ্ধার করে এবং দুই পাচারকারীকেও আটক করে।
Comments are closed.