
২ কোটি টাকার ঘুষ মামলায় শিলচরের রেল ইঞ্জিনিয়ার সহ তিন জনকে গ্রেফতার করল সিবিআই
২ কোটি টাকা ঘুষের মামলায় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জোনের দুই ইঞ্জিনিয়ার সহ তিনজনকে গ্রেপ্তার করল সিবিআই, এজেন্সির কর্মকর্তারা সোমবার একথা জানিয়েছেন ।
সংস্থাটি শিলচরে কর্মরত সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার সন্তোষ কুমার, তার ঊর্ধ্বতন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার রামপাল এবং ত্রিবেণী কনস্ট্রাকশনের অন্যতম কর্ণধার ঠিকাদার সজ্জন চৌধুরী গ্রেপ্তার করেছে।
নির্মাণ সংস্থার কাছ থেকে ৮ লক্ষ টাকা আংশিক অর্থ প্রদানের অভিযোগে কুমারকে গ্রেপ্তার করা হয়েছে বলে তারা জানিয়েছে।
সংস্থাটি ১৯টি স্থানে তল্লাশি চালিয়েছে যার ফলে ১ কোটি ১০ লক্ষ টাকার নগদ বাজেয়াপ্ত করা হয়েছে যার মধ্যে গ্রেপ্তার উপ-প্রধান প্রকৌশলী রামপালের শ্বশুরবাড়ির কাছ থেকে ৬৭ লাখ টাকা উদ্ধার রয়েছে, তারা জানিয়েছে। নয় জনের বিরুদ্ধে নথিভুক্ত করা এফআইআরে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) অভিযোগ করেছে যে ত্রিবেণী কনস্ট্রাকশন একটি প্রকল্পে ১৯ কোটি টাকার বিল জমা দিয়েছে।
Comments are closed.