Also read in

সিবিএসই দশম শ্রেণির ফলাফল বেরোল, ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে

আজ প্রকাশিত হল সিবিএসই পরীক্ষার দশম শ্রেণির ফলাফল। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ২ মে। পরীক্ষা শেষ হওয়ার ২৮ দিনের মাথায় প্রকাশ হয়েছে দ্বাদশ শ্রেণির ফলাফল। সেদিনই শোনা যায় ৫ মে প্রকাশিত হবে দশম শ্রেণীর ফলাফল। তবে সিবিএসই’র মুখপাত্র রমা শর্মা তা গুজব বলে ঘোষণা করেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ৬ মে দুপুর ৩টের পর ওয়েবসাইটে দেখতে পাবেন ফলাফল।

এবছর লোকসভা নির্বাচনের কারণে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল তাড়াতাড়ি প্রকাশ করার নির্দেশ দিয়েছিল দিল্লী হাইকোর্ট।

যে সব ওয়েবসাইটে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন সিবিএসই-র সেগুলো হল : cbse.nic.in, cbseresults.nic.in and results.nic.in.।

২০১৮ সালের তুলনায় এই বছর ৪.৪০ শতাংশ বেড়েছে পাশের হার। সারা দেশের পাশের হার ৯১.১ শতাংশ। এবছর মোট ১৩ জন পরীক্ষার্থী ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়েছে।প্রথম তিনে নাম রয়েছে মোট ৯৭ জন ছাত্র-ছাত্রীর। অন্যান্য বছরের মতো এবারও পাশের হারে এগিয়ে ত্রিবান্দ্রম।

এইবারেও পাসের হারে ছেলেদের হারাল মেয়েরা। ছাত্রীদের পাসের হার ৯২.৪৫%, ছাত্রদের ৯০.১৪%। ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়েছেন এমন পড়ুয়ার সংখ্যা ১৩ জন।

 

Comments are closed.