সিবিএসই ফলাফল: বরাক উপত্যকার শীর্ষদের মধ্যে কেন্দ্রীয় বিদ্যালয়ের রত্নদ্বীপ, মহর্ষি'র রুচিরা
৬ মে, সোমবার সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন( সিবিএসই)’র ঘোষিত দশম শ্রেণির ফলাফলে বরাক উপত্যকার শিক্ষার্থীরা তাদের প্রথম বোর্ড পরীক্ষায় খুবই ভালো প্রদর্শন করেছে। সর্বশেষ পাওয়া খবরে বরাক উপত্যকার কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে পাশের হার ১০০%। মোট ৪৮৩ জন শিক্ষার্থীর সবাই পরীক্ষায় পাশ করেছে। কেন্দ্রীয় বিদ্যালয়গুলোর মধ্যে রত্নদীপ পাল ৯৮% নম্বর নিয়ে শীর্ষ স্থানে রয়েছে।
শিলচরের মহর্ষি বিদ্যামন্দিরে রুচিরা দত্ত চৌধুরী ৯৬% নম্বর সহ নিজের স্কুলে প্রথম এসেছে। ডন বস্কো স্কুলের মনিশ অধিকারী পেয়েছে ৯৫.৪%।
জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্ররাও খুবই ভালো ফলাফল করেছে। নবোদয় বিদ্যালয়ের কাছাড় শাখার ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল এবং পাশের হার ১০০% বলে জানা যায়। হাইলাকান্দিতেও পাশের হার ১০০% বলে জানা যায়। তবে গুয়াহাটি অঞ্চলে পাশের হার হচ্ছে ৭৪.৪৯%।
এখানে উল্লেখ করা যেতে পারে, দশম শ্রেণির পরীক্ষার ফলাফল সোমবার দুপুর থেকে সিবিএসই’র অফিশিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in তে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা এবার গুগল অনুসন্ধানের মাধ্যমে ফলাফল জানার সুযোগ পাচ্ছে।
তথ্য অনুসারে, এবার ১৩ জন শিক্ষার্থী ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে এই পরীক্ষায় শীর্ষে রয়েছে। উত্তরপ্রদেশ থেকে ৮ জন, রাজস্থান থেকে দুজন এবং হরিয়ানা, পাঞ্জাব ও কেরালা থেকে একজন করে শীর্ষ স্থান পেয়েছে।
এ বছরও ৯২.৪% পাশের হার নিয়ে ছাত্রদের থেকে এগিয়ে গেল ছাত্রীরা। ছাত্রদের পাশের হার ৯০.১৪%। এবছর পাশের হার গত বছরের তুলনায় ৪.৪০% বৃদ্ধি পেয়েছে । এ বছর পাশের হার হচ্ছে ৯১.১০%।
ভারত ও বিদেশে ৬০০০টি কেন্দ্রে সিবিএসই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা গত ২১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। কাজেই পরীক্ষার মাত্র ৩৮ দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়। এবছর মোট ১৮,২৭,৪২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এক পোস্টের মাধ্যমে সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।” আমার অল্প বয়সী বন্ধুদের জন্য গর্ববোধ করছি, যারা সফলভাবে সিবিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভবিষ্যতে তাদের জীবন পথের যাত্রা আরও ভালো হোক এই কামনা করি। এভাবেই যেন তরুণদের মন বারবার আমাদের গর্বিত করে তোলে। তাদের শিক্ষক-অভিভাবকদেরও অভিনন্দন জানাচ্ছি”।
Comments are closed.