Also read in

সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষিত: বরাক উপত্যকায় বিলে, অমর্ত্য, রাজবীর শীর্ষে

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) ২ মে, ২০১৯ এ দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করেছে। ফলাফল ঘোষণার আগে বোর্ডের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল বোর্ডের ওফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in এ দেখতে পারেন। শিক্ষার্থীরা সহজেই গুগল অনুসন্ধানের মাধ্যমে তাদের ফলাফল পরীক্ষা করতে পারেন।

এখানে উল্লেখ্য, ১৫ ফেব্রুয়ারি সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয় এবং ৪ এপ্রিল পরীক্ষা শেষ হয়। শুধু ২৮ দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বমোট ৩১,১৪,৮৩১ পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য নাম রেজিস্টার করেছিল। এর মধ্যে ১৮ লক্ষ ছেলে এবং ১২.৯ লক্ষ মেয়ে ছিল। কিন্তু এর মধ্যে মাত্র ১২,৮৭,৩৫৯ জন পরীক্ষার জন্য হাজির হয়েছিল। এ বছর পাশের হার ৮৩.৪% , যা কিনা গত বছরের ৮৩.০৪% থেকে অল্প বেশি।

বিগত বছরের প্রবণতা অনুযায়ী, মেয়েরা এবারও ছেলেদের তুলনায় ভালো ফল করেছে। ডিপিএস মিরাট রোড, গাজিয়াবাদের হানসিকা শুক্লা, এসডি পাবলিক স্কুল মুজাফফরনগর, উত্তর প্রদেশের করিশমা আরোরা ৫০০ র মধ্যে ৪৯৯ পেয়েছে। সেই সঙ্গে দুজনই বোর্ডের শীর্ষস্থান দখল করেছে। এবার বোর্ডের মোট পাশের হার ৮৩.৪%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন,” আমার সব তরুন বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি, যারা সফল ভাবে সিবিএসই’র দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাদের প্রচেষ্টার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। সেই সঙ্গে মূল্যবান সহায়তার জন্য তাদের মা-বাবা ও শিক্ষকদেরও বাহবা জানাই”।

অন্যান্য অঞ্চলের পাশাপাশি বরাক উপত্যকাও পিছিয়ে নেই। এই অঞ্চলের শিক্ষার্থীরা ভালো নম্বর নিয়ে পাস করেছে।

ডন বস্কো স্কুল, শিলচরের বিলে রায় বিজ্ঞান বিভাগে ৯৬ শতাংশ নম্বর পেয়ে পাস করেছে। সে গণিতে ৯৭, পদার্থবিদ্যায় ৯৯, রসায়নবিদ্যায় ৯৫, ইংরেজিতে ৯৪,ফিজিক্যাল এডুকেশনে ৯৫ শতাংশ নম্বর পেয়েছে। তাছাড়া আর্টস’র ছাত্র আকাশ ভট্টাচার্য ৯৪.২% নম্বর পেয়েছে। ইকোনমিক্সে ৯৯, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে ৯৫, ফিজিক্যাল এডুকেশনে ৯৭ এবং ইংরেজিতে ৮৫ নম্বর পেয়েছে।

শিলচরে কেন্দ্রীয় বিদ্যালয়, শিলচরের অমর্ত্য শেখর দাস পেয়েছে ৯৫.৪% । তবে কেন্দ্রীয় বিদ্যালয়, করিমগঞ্জের ছাত্র রাজবীর দে’ও একই শতাংশ অর্থাৎ ৯৫.৪% নম্বর পেয়েছে। অমর্ত্য দাস গণিতে ৯৯, পদার্থবিদ্যায় ৯৬, কম্পিউটার সাইন্সে ৯৬, রসায়নবিদ্যায় ৯৫ এবং ইংরেজিতে ৯১ পেয়েছে। বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে অমর্ত্য জানায়, সে ইঞ্জিনিয়ারিং করতে ইচ্ছুক এবং তার জন্য জেইই পরীক্ষায় বসতে চায়।

বরাক উপত্যকার সব কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ৩০২ দুই জন শিক্ষার্থী পরীক্ষায় বসে, যার মধ্যে ২৯৫ জন পাশ করেছে।

মহর্ষি বিদ্যামন্দির, শিলচরের অন্তরা নাথ বাণিজ্য শাখায় ৯৫ শতাংশ নম্বর অর্জন করেছে। সে অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স ও বিজনেস স্টাডিস এ ৯৫, ইনফরমেটিভ প্র্যাকটিসে পূর্ণ নম্বর পেয়েছে।

আমরা সব ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে সফল জীবনের কামনা করছি।

Comments are closed.