'টাইটানিক' ভেঙে ফেলা চলছে, হাজারো দর্শনার্থীর হতাশা
To read this in English, click here
বিজয়া দশমীর পরেও অনেকগুলো বড় বাজেটের পুজো দর্শনার্থীদের জন্য খোলা থাকে, উধারবন্দ কালীবাড়ির পুজো তার মধ্যে অন্যতম। ভিড় এড়াতে পুজোর পরে টাইটানিকে চড়তে যারা উদগ্রীব ছিলেন তাদের আশার গুড়ে বালি। বরাক উপত্যকায় হাজার হাজার দর্শনার্থী মনে পুষে রেখেছিলেন যে, পূজোর পর উধারবন্দ কালিবাড়ি সার্বজনীন দূর্গা পূজা কমিটির টাইটানিক দর্শন করবেন।
পূজা কমিটির সাধারণ সম্পাদক শংকর রায় আজ আমাদের প্রতিনিধিকে জানান, “আমরা মণ্ডপের উদ্বোধনের সময় ঘোষণা করেছিলাম প্যাণ্ডেল দশমী অব্দি খোলা থাকবে, তারপর বন্ধ হয়ে যাবে, আজকে আমাদের ভাঙার কাজ চলছে। একটা একোরিয়াম ইতিমধ্যেই ভেঙে পড়ে গেছে। তাই আমরা কোন ঝুঁকি নিচ্ছি না। মাথার উপরে আরো অনেক একুরিয়াম রয়েছে, ভেঙে যাতে পাবলিকের মাথায় না পড়ে তাই আমরা কাউকে ভেতরে প্রবেশ করতেও দিচ্ছি না।”
‘একুরিয়ামটা কি কোনো লোক ভেঙেছে’?
আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, “কিভাবে ভেঙেছে আমরা জানি না। ”
শংকর রায় আরো জানান, যে তিন বৎসর আগে ওরা লক্ষী পূজা অবধি প্যাণ্ডেল রেখেছিলেন। কিন্তু গত দুই বছর ধরে দশমী অবধি রাখছেন। জেলা উপায়ুক্তের কাছ থেকে অনুমতিও দশমী পর্যন্ত নেওয়া আছে।
এদিকে কয়েক হাজার লোক উপত্যকার বিভিন্ন স্থান থেকে আজও টাইটানিক দর্শনের জন্য মণ্ডপের সামনে হাজির হয়েছিলেন। তাদের মণ্ডপে ঢুকতে না দেওয়ায় কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। অনেকেই বলছেন, করিমগঞ্জ বা হাইলাকান্দি থেকে হাজার হাজার টাকা খরচ করে এই পুজো দেখতে এসেছি, এসে পূজো দেখতে পেলাম না। তারা প্রত্যেকবার লক্ষ্মীপূজা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রাখেন, তবে আগে থেকে না জানিয়ে কেন এবার এটা করলেন? দর্শনার্থীরা পরে কাচাকান্তিবাড়ি সহ এলাকার অন্যান্য পুজো দর্শন করতে ভিড় জমান।
Comments are closed.