শিলচর এসে চিফ সেক্রেটারির আশ্বাস,দুই বছরের মধ্যে শেষ হবে মহাসড়কের কাজ
আসাম সরকারের নবনিযুক্ত চিফ সেক্রেটারি অলক কুমার এই পদভার গ্রহণের পর তার প্রথম শিলচর সফরে এলেন। সরকারি আমলা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকই ছিল উনার প্রাথমিক কর্মসূচি। সভার শেষে সাংবাদিকদের সঙ্গে মিলিত হয়ে বরাক উপত্যকার জন্য একটা বিশেষ খবর জানালেন।
মন্ত্রী পরিমল শব্দের উপস্থিতিতে মুখ্য সচিব অলক কুমার ঘোষণা করলেন যে অটল বিহারি বাজপেয়ীজির স্বপ্নের মহাসড়ক দিয়ে আগামী দুই বছরের মধ্যেই যানবাহন চলাচল শুরু করবে। একটু বিস্তারিত জানিয়ে অলোক কুমার বলেন যে, ” ১৯৯৮ ইংরেজিতে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি। প্রায় ৩০ কিলোমিটার অংশ এখনো বাকি আছে। এই অংশে মাটি ভরাটের কাজ ১০ শতাংশ শেষ হয়ে গেছে। প্রায় ৬০০ কোটি টাকার কাজ হবে। এনএইচ, এনএইচএআই এবং এনএইচআইডিসিএল এই কাজ রূপায়িত করবে। জমি অধিগ্রহণ এবং ধস, এই দুটি বিষয়ে এখনো সমস্যা রয়ে গেছে”।
তিনি আরও জানালেন যে দামছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত অংশে রাত ১০ টা থেকে সকাল ৬টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হবে যাতে মহাসড়কের কাজে গতি আসে। চিফ সেক্রেটারি আরো জানান যে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের প্রাথমিকতার তালিকায় মহাসড়কের কাজ উপরের দিকে আছে । মহাসড়ক নিয়ে সুসংবাদ দিলেও অন্যান্য বিষয়ে দুশ্চিন্তা ও সৃষ্টি হয়েছে।
এনআরসি ইস্যু নিয়ে বিভিন্ন সংস্থা, যাতে বিভিন্ন দলের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং সমাজকর্মীরা ছিলেন, অলোক কুমারের সাথে দেখা করতে গিয়েছিলেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও এই প্রতিনিধি দল উনার সাথে দেখা করার সুযোগ না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। বিজেপি দলের বর্ষীয়ান নেতা কিরীট ভুষণ পুরকায়স্থ চিফ সেক্রেটারির ব্যবহারে বিরক্ত হয়ে মন্তব্য করেন, “উনি হচ্ছেন আমার দেখা সবচেয়ে বাজে চিফ সেক্রেটারি, আমি ব্যক্তিগতভাবে এই দুর্ব্যবহারের কথা মুখ্যমন্ত্রীকে জানাবো”। তিনি আরো বলেন, “একজন সরকারি আমলা কি করে বরাক উপত্যকায় এসে এনআরসি নিয়ে কোন কথা না বলে থাকতে পারেন! একজন মুখ্য সচিব যদি এনআরসি নিয়ে অসহায় মানুষের দুঃখ-কষ্টের কথা শুনতে না চান তবে তিনি মুখ্য সচিব হওয়ার যোগ্য নন। উনার যদি আমাদের সাথে দেখা করার সময় না থাকে তাহলে আমাদের ডেকেছিলেন কেন?” তবে জানা গেছে, পরে তাদের সবাইকে অলোক কুমারের সাথে দেখা করার অনুরোধ জানালেও তারা সে অনুরোধ প্রত্যাখ্যান করেন।
মহাসড়কের কাজ দুই বছরের মধ্যে শেষ হবে এমন আশ্বাস কিছুদিন আগে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও দিয়েছিলেন। তার মানে ২০২০ এ উদ্বোধন হচ্ছে মহাসড়ক।
Comments are closed.