ভাঙ্গার দক্ষিণকুলে লোমহর্ষক হত্যাকাণ্ড, দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে খুন
বদরপুর থানা এলাকার ভাঙ্গা দক্ষিণকুল গ্রামে সোমবার রাত আটটায় ৬০ বছর বয়স্ক মাশুকুর রহমানের হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। নিজের ঘরের সামনেই ধারালো দা দিয়ে মাথায় উপর্যুপরি কুপিয়ে মাশুককে হত্যা করে গা ঢাকা দেয় খুনি।
খবর পেয়ে বদরপুর থানার ওসি বি কে বর্মণ, এসআই কমলেশ সিংহ-কে সঙ্গে নিয়ে দক্ষিণকুল গ্রামে ছুটে যান। ভাঙ্গা আউট পোষ্ট থেকে ছুটে আসেন এএসআই রঞ্জিত সিনহা। তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করেন। এবং ঘটনাস্থল থেকেই একটি রক্তাক্ত দা উদ্ধার করেন। বদরপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে রাতেই ময়না তদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে আইনজীবি দাইয়ান হুসেন ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতারের আর্জি জানান তিনি। এই ঘটনায় দক্ষিণকুলে টান টান উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, কিভাবে কেন খুন হলো তা জানতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। পুলিশি তদন্তে খুনের ঘটনার আসল রহস্য বেরিয়ে আসবে এবং শীঘ্রই খুনি ধরা পড়বে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.