Also read in

নিম্নমানের ! চীন থেকে আমদানিকৃত কভিড১৯ রেপিড টেস্টিং কিটের ব্যবহার স্থগিত

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর পরামর্শ অনুযায়ী রাজ্যে করোনা রোগী শনাক্তকরণের রেপিড টেস্টিং কিটের ব্যবহার রয়েছে স্থগিত রাখা হলো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিছুক্ষণ আগে এক টুইটের মাধ্যমে এই স্থগিতের কথা ঘোষণা করেছেন।

এই কিট গুলো চীন থেকে আমদানি করা হয়েছিল। কিন্তু এই রেপিড টেস্টিং কিটগুলোর গুণমান সম্পর্কে পশ্চিমবঙ্গ, রাজস্থান প্রভৃতি রাজ্যগুলো সন্দেহ প্রকাশ করেছিল। রাজ্যগুলির দাবি ছিল যে, এই টেস্ট কিট গুলোর রোগ নির্ণয় ক্ষমতা একেবারে কম; শতাংশের হিসাবে মাত্র শতাংশ ৫.৪ । পরিস্থিতি বিবেচনায় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দুদিনের জন্য এই রেপিড টেস্টিং কিট ব্যবহার না করতে পরামর্শ দেয়। দুদিনের মধ্যে এই কিটগুলোর গুণগত মান সম্বন্ধে নিশ্চিত হয়ে তারপর রাজ্যগুলোকে যথাযথ পরামর্শ দেওয়া হবে বলে টুইটে জানানো হয়েছিল।

এর পরেপরেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী পূর্বোক্ত সিদ্ধান্ত বদল করেন এবং এগুলোর ব্যবহার আপাতত স্থগিত রাখতে সিদ্ধান্ত গ্রহণ করেন।

উল্লেখ্য, গুয়াহাটি মহানগরীর স্প্যানিশ গার্ডেন এলাকার কন্টেইনন্মেন্ট জোনে এই টেস্ট কিট ব্যবহার করার কথা ছিল।

 

ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ চীন থেকে আমদানি করা করোনা মোকাবিলার বিভিন্ন সামগ্রী বাতিল করেছে।

Comments are closed.

error: Content is protected !!