টাকা আত্মসাৎ ! চন্দ্রবংশী নিধি লিমিটেডের এমডি রথীন্দ্র দাস লস্কর আটক
গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে চন্দ্রবংশী নিধি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর রথীন্দ্র দাস লস্করকে আটক করা হলো মঙ্গলবার বিকেল প্রায় ৫টায়।
ঋণ দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ এনে মঙ্গলবার বিকেলে গ্রুপ সদস্যরা শিলচর অম্বিকাপুর চৌরঙ্গী এলাকায় সংস্থার অফিস ঘেরাও করেন। সৃষ্টি হয় উত্তেজক পরিস্থিতির, পুলিশ এসে রথীন্দ্র দাস লস্করকে আটক করে থানায় নিয়ে যায়।
এই সংস্থার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গ্রুপের সদস্যরা অভিযোগ জানিয়ে আসছিলেন। এর আগেও এই সংস্থার কার্যালয় ঘেরাও করা হয়েছিল। তারপর সংস্থার কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন রেজিস্ট্রেশন করিয়ে সংস্থার সদস্য হওয়ার পর গ্রুপের সবাইকে পর্যায়ক্রমে ঋণ দেওয়া হবে। চেক ও দেওয়া হয় তাদের, কিন্তু চেক ভাঙ্গাতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন তারা। গ্রামীণ ব্যাঙ্কের নামে ইস্যু করা চেক ব্যাঙ্কে নিয়ে গেলে কর্মকর্তারা জানান একাউন্টে লেনদেন বন্ধ হয়ে আছে। তাই গ্রুপ সদস্যরা এদিন বিকেলে দল বেঁধে এসে কার্যালয়ে ঘেরাও করে রাখেন রথিন্দ্র দাস লস্কর কে।
এদিকে রথীন্দ্র দাবি করেছেন যে, তিনি মোটেই প্রতারণা করেননি। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছেন, এর জন্যই চেকগুলো ভাঙ্গানো যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে – উপযুক্ত প্রমাণ পেলে গ্রেফতার করা হবে।
Comments are closed.