সিআইডি'র হাতে সোনাই'র প্রাক্তন বিধায়ক কংগ্রেসের এনামুল হক লস্কর গ্রেফতার
সোনাই’র প্রাক্তন বিধায়ক, কংগ্রেসের এনামুল হক লস্করকে সিআইডি গ্রেফতার করেছে। আজ গুয়াহাটিতে কংগ্রেসের প্রবীণ নেতা এমানুল হক লস্করকে সিআইডি গ্রেপ্তার করেছে বলে জানা যায়।এখানে উল্লেখ করা যেতে পারে,২০১১ সালে তিনি বরাক উপত্যকার একজন অন্যতম জনপ্রিয় কংগ্রেস নেতা ছিলেন। কিন্তু আজ সিআইডির হাতে কংগ্রেসের প্রবীণ নেতার গ্রেফতার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মাথুর চন্দ্র নাথের আত্মহত্যার মামলায় গ্রেফতার করা হয়েছে এনামুল হক লস্করকে। মাথুর চন্দ্র জলসেচ বিভাগের অধীক্ষক হিসেবে তেজপুরে কর্মরত ছিলেন। সাত বৎসর আগে তিনি আত্মহত্যা করেছিলেন। সুইসাইডনোটে এনামুল হক লস্করকে দুর্নীতির মূল হোতা হিসেবে দায়ী করে গিয়েছিলেন। কাজেই রিপোর্ট অনুযায়ী,জলশেচ বিভাগে বহু কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এই প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে, ২০১৬ সালে সোনাই’র বিধায়ক হিসেবে কংগ্রেসের এনামুল হক লস্কর’র পরিবর্তে বিজেপির আমিনুল হক লস্কর জয়ী হয়েছিলেন।
এনামুল হক লস্কর একজন বাস্তুকার ছিলেন এবং আসাম সরকারের জলসেচ বিভাগে কর্মরত ছিলেন।
Comments are closed.