শিলচর বিমানবন্দরে ৬০ লাখ টাকার সোনার বিস্কুট জব্দ করেছে সি.আই.এস.এফ
গতকাল অপরাহ্নে শিলচর বিমানবন্দরে দুই যাত্রী ৬০ লাখ টাকা মুল্যের প্রায় দুই কেজি অবৈধ সোনা চোরাচালানের চেষ্টা চালায়।
সি.আই.এস.এফ (কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী) যাত্রীদের নিরাপত্তা তল্লাসি করার সময় এই ঘটনাটি ধরা পড়ে। দুই জন যাত্রী তাদের শরীরের মধ্যে ১২টি স্বর্ণ-বিস্কুট লুকিয়ে রেখেছিল। আরও তদন্তের জন্য কর্তৃপক্ষ সন্দেহভাজন এই দুই অপরাধীকে এবং সোনার বিস্কুটগুলো রাজ্য পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছেন।
শিলচর বিমানবন্দরে সি.আই.এস.এফ বাহিনীর জওয়ানরা এই দুইজন যাত্রীকে আটক করে প্রায় দুই কিলো ওজনের সোনার বিস্কুট আটক করে যার বাজার মুল্য প্রায় ৬০ লাখ টাকা।
এই দুজন অপরাধীকে জগদীশ লাল (৬৩ বছর)এবং কিশোর কুমার কাক্কার(৩৭ বছর)হিসেবে সনাক্ত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার এই এআই-৭৫৪ বিমানটির বিকেল ৫-১০ মিনিটে শিলচর থেকে কলকাতা হয়ে দিল্লী যাওয়ার সময়সূচী ছিল।
কুম্ভীরগ্রাম বিমান বন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক বলেন , “এই বিষয়ে আমাদের কাছে কোনও আগাম তথ্য ছিলনা এবং সিআইএসএফ কর্তৃপক্ষ এই কৃতিত্বের দাবিদার । গত ছয় মাসে এমন ধরনের এটি তৃতীয় ঘটনা।”
Vigilant #CISF personnel apprehended 02 passengers carrying 12 gold bars weighting about 02 Kg (worth approximate Rs. 60 lakh) in body cavity @ Silchar Airport, Assam. Passengers handed over to customs. pic.twitter.com/1a6sWqUD2L
— CISF@India (@CISFHQrs) February 14, 2018
গত সপ্তাহেও মায়ানমার থেকে সন্দেহভাজন সোনার বিস্কুট চোরাচালানের অভিযোগে কর্তৃপক্ষ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। নিরাপত্তা তল্লাশির সময় সি.আই.এস.এফ বাহিনী কলকাতা ভ্রমণের জন্য নির্ধারিত যাত্রীদের মধ্যে এই চোরাচালান কারিদের আটক করেছিল। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার সময়, তাদের প্রত্যেকের কাছে সাতটি করে সোনার বিস্কুট পাওয়া যায় যা কিনা তাদের পায়ু পথের মধ্যে একটি বেলুনে আবৃত অবস্থায় ছিল। আটককৃত সোনার সাথে অভিযুক্তদেরও আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সীমাশুল্ক কর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছিল।
Comments are closed.