নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে হাইলাকান্দিতেও অর্ধনগ্ন প্রতিবাদ
নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ সহ অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানালেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্যরা।। সোমবার হাইলাকান্দির বোয়ালিপারে জাতীয় সড়কে নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী মোদির কুশপুতুল দাহ করে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেন সমিতির সদস্যরা । সেইসংগে কালো পতাকা নিয়ে অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানান কৃষক মুক্তি ও ছাত্র মুক্তি সংস্থার নেতা-কর্মী সহ সদস্যরা । প্রতিবাদকারীরা বিল বাতিলের দাবিতে স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তুলেন । ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনী নিয়ে সেখানে ছুটে যান ওসি সুরজিৎ চৌধুরী ও সদর থানার সাব-ইন্সপেক্টর শঙ্কর ধর । তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।৷
গত শুক্রবার বরাক উপত্যকার রামনগরে বিজেপির আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ হবে বলে ঘোষণার পর থেকেই সারা অসম জুড়ে এই বিল বাতিলের দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়েছে । রাজ্যের সঙ্গে এই প্রতিবাদে সামিল হয়েছে হাইলাকান্দি জেলাও। এদিন এই বিলের বিরোধিতা করে কৃষক মুক্তি ও ছাত্র মুক্তির সংস্থার নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ সহ কালো পতাকা নিয়ে প্রকাশ্য জাতীয় সড়কে অর্ধ-নগ্ন হয়ে প্রতিবাদ জানান।
কৃষক মুক্তির এদিনের এই আন্দোলনে সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর, হাইলাকান্দি জেলা সভাপতি শরিফ উদ্দিন মাঝারভূইয়া,সাংগঠনিক সম্পাদক কাইয়ুম উদ্দিন লস্কর, কালাছড়া আঞ্চলিকের সম্পাদক কবির উদ্দিন লস্কর, দুধপুর আঞ্চলিকের সভাপতি হাসান আহমদ লস্কর, সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সিরিসপুর আঞ্চলিকের সভাপতি আব্দুল কাইয়ুম লস্কর, সম্পাদক আব্দুস ছালাম আনসারি, রতনপুর আঞ্চলিকের সভাপতি জাকির হোসেন মজুমদার, কাঞ্চনপুর আঞ্চলিকের সম্পাদক সাবুল হোসেন লস্কর, ছাত্র মুক্তির প্রচার সচিব মাসুম আহমদ লস্কর, কাটলিছড়া ব্লক কমিটির সভাপতি খাইরুল ইসলাম বড়ভুইয়া প্রমুখ অংশ নেন। এই আন্দোলনের ব্যাপারে কৃষক মুক্তির নেতা জহির উদ্দিন লস্কর বলেন, হিন্দু নাগরিকত্ব বিল পাস করার নামে গোটা অসমকে এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে সরকার । এরজন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন তিনি।
এদিকে হাইলাকান্দি জেলার এআইইউডিএফ -র তিনজন বিধায়ক যথাক্রমে নিজাম উদ্দিন চৌধুরী, সুজাম উদ্দিন লস্কর এবং আনোয়ার হোসেন লস্কর মঙ্গলবারের বনধকে সমর্থন জানিয়ে এই বিল বাতিলের দাবি জানিয়েছেন।
Comments are closed.