পুরকর্মচারীদের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার শিলচরে
সারা রাজ্যের পুরকর্মচারী ফেডারেশনের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকার তিন জেলায় পুরকর্মচারীরা মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে তাদের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার করে নেন। তবে আন্দোলনটি ৩০ এপ্রিল পর্যন্তই স্থগিত রাখা হচ্ছে এবং রাজ্য সরকার যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হন তবে ১লা মে থেকে আন্দোলনটি আবার শুরু হবে।
ফেডারেশনের রাজ্য সভাপতি সুনীল শর্মা এদিন শিলচরের গান্ধী ভবনে আন্দোলন প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা করেন।
তিনি জানান, রাজ্য সরকারের তরফে ৪৫ কোটি টাকা পুরকর্মচারীদের বকেয়া বেতন বাবদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও আগামী বাজেটে সারা রাজ্যের পুরকর্মচারীদের বেতন বাবদ ৫০ কোটি টাকার একটি প্রস্তাব পেশ করা হবে। পরবর্তীতে আরও আর্থিক সহায়তার ব্যবস্থা করে বকেয়া বেতন সমস্যা মিটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
সম্প্রতি গুয়াহাটিতে পুরপ্রশাসন মন্ত্রী অতুল বরার সঙ্গে ফেডারেশনের সদস্যেরা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে এক বৈঠক করেন। এতে কর্মচারীদের বকেয়া বেতন সহ অন্যান্য সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অতুল বরা এদিন সমস্যাগুলো সত্বর সমাধানের আশ্বাস দেন এবং আন্দোলনটি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান। আগামী পনেরো দিনের মধ্যে ৪৫ কোটি টাকা মঞ্জুর করা হবে এবং এই টাকায় সারা রাজ্যের পুরকর্মচারীরা কয়েক মাসের বেতন পাবেন। সরকারের আশ্বাসের উপর ভিত্তি করেই আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সারা রাজ্যে সোমবার আন্দোলন প্রত্যাহার করা হলেও বরাক উপত্যকায় এটি মঙ্গলবার করা হয় কারণ এদিন প্রয়াত পুরকর্মী রঞ্জনপদ দেবের স্মরণে শিলচরে এক প্রতিবাদী সভা আয়োজন করা হয়। এতে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সহ উপত্যকা এবং সারা রাজ্যের বিভিন্ন পুরসভার কর্মচারীরা অংশ নেন।
রঞ্জনপদ দেবের আত্মহত্যার ঘটনা নিয়ে সুনীল শর্মা বলেন, পুরকর্মচারীর আত্মহত্যার জন্য কর্তৃপক্ষই দায়ী এবং নিহত ব্যক্তির পরিবারকে পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ সহ একজন সদস্যকে সরকারি চাকুরি দিতে হবে। এব্যাপারে পুরপ্রশাসন মন্ত্রী সঠিক পদক্ষেপ নেবেন বলেও আশ্বাস দেন।
এদিন বৈঠকে পুরকর্মচারীদের পাশাপাশি জাতীয় স্তরের ট্রেড ইউনিয়নগুলোর প্রতিনিধিরা প্রতিবাদী সভায় উপস্থিত ছিলেন। তারা পুরকর্মচারীদের প্রতি রাজ্যে সরকারের বৈষম্য মূলক আচরণের সমালোচনা করেন। এদিন দুলাল মিত্র, রফিক আহমেদ, শ্রীনিবাস কর, অতিন দেবের মতো নেতারা বক্তব্য রাখেন। ভবিষ্যতে কর্মচারীদের আন্দোলনে তাঁদের পাশে থাকার আশ্বাসও দেন ট্রেড ইউনিয়ানের সদস্যরা। সভার শেষে ফেডারেশনের প্রতিনিধিরা প্রয়াত রঞ্জনপদ দেবের বাড়িতে যান এবং শোকস্তব্ধ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
Comments are closed.