Also read in

সিভিল সার্ভিসেস অ্যাচিভার্স পয়েন্ট: প্রথমদিনের সাফল্যের পর দ্বিতীয় দিনের বিনামূল্যে কর্মশালা শুরু হবে বেলা ১১ টা থেকে

উত্তর-পূর্ব ভারতের সিভিল সার্ভিসের ক্ষেত্রে অন্যতম বিশ্বস্ত অ্যাকাডেমিক ব্র্যান্ড, সিভিল সার্ভিসেস অ্যাচিভার্স পয়েন্ট(সিএসএপি) তার শিলচর শাখা চালু করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে। ইটখোলার আর্যপট্টিতে শাখাটি খোলা হচ্ছে। প্রতিশ্রুতি অনুযায়ী শাখাটিতে নতুন প্যাটার্ন অনুসরণ করে নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস নেওয়া হবে। কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে কিংবা এ সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত করে দু’দিনব্যাপী সিএসএপি’র পক্ষ থেকে বিনামূল্যে কর্মশালার আয়োজন করা হয়। আজ কর্মশালার প্রথম দিন সিএসএপি’র ডিরেক্টর রাজদীপ লেখারু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি জানান যে কর্মশালায় ৫০ জনের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। তিনি বলেন “আজ বরাক উপত্যকার প্রার্থীদের অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া ছিল। আমরা প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় বিষয়ে আলোচনা করেছি এবং খুবই আশাজনক তথা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি।”

লেখারু আরো জানান যে আগামী কাল প্রথম দিনের তুলনায় আরো বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা করছেন। তিনি বলেন, “আমরা প্রার্থীদের জন্য কি অফার দিচ্ছি এবং কিভাবে আমরা তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারি তা বোঝার জন্য যে কেউ কর্মশালায় অংশ নিতে পারেন। যারা আজ অংশগ্রহণ করেছেন তারাই শুধু কাল অংশগ্রহণ করতে পারবেন, এমনটা নয়। সিভিল সার্ভিসে যোগ দিতে ইচ্ছুক যে কোন প্রার্থী কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন।”

সিএসএপি’র পুরো রাজ্যজুড়ে শাখা রয়েছে। লেখারু বিশ্বাস করেন যে বরাক উপত্যকা বৃহৎ সংখ্যক প্রতিভাবানদের দ্বারা সমৃদ্ধ, যারা অনায়াসে সিভিল সার্ভিসে যোগ দিতে পারেন।”আমরা দিল্লি এবং গুয়াহাটি থেকে প্রশিক্ষকদের আনার ব্যবস্থা করব, যারা প্রার্থীদের প্রশিক্ষণ দেবে এবং পরীক্ষার জন্য তাদের তৈরি করে তুলবেন।”তিনি তার উপসংহারে উল্লেখ করেন।.

 

Comments are closed.